এসমস্যা থাকলে বিদ্যুৎবিল বেশি আসবে
Автор: Bidyut Bondhu
Загружено: 2025-05-12
Просмотров: 173
Описание:
মিটারে রিভার্স বাতি জ্বলা নিভা সংকেত দেওয়া মানেই বিদ্যুৎ বিল বেশি আসতেছে!
এটা মিটারের কোন সমস্যা নয়। ঘরের ভিতরে ওয়ারিং এর সমস্যা থাকলেই বিদ্যুৎ বিল বেশি আসে এবং মিটার তখন এই সংকেত দিয়ে আপনাকে এই সমস্যার সমাধান করার জন্য সচেতন করে।
যখন আপনার ঘরের হাউজ ওয়ারিং এর সমস্যা থাকবে, অর্থাৎ বিদ্যুৎ যখন সঠিক পথে চলাচল করতেন না পারবে, উল্টো পথে চলবে তখনই আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে।
আর তখন আপনাকে সচেতন করার জন্যই মিটারের রিভার্স বাতি জ্বলে নিভে আপনাকে সংকেত দিয়ে বলে এই সমস্যার সমাধান করতে।
যতক্ষণ পর্যন্ত এই সমস্যা সমাধান করা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার বিদ্যুৎ বিল বেশি আসতেই থাকবে।
সাধারণত এই সমস্যা হয়ে থাকে, যখন আপনার ঘরে আর্থিং তারের সংযোগটা মেইন সুইচে নিউট্রাল তারের সাথে একত্রে সংযোগ দেয়া থাকে।
আর এই সমস্যা সমাধান করতে হলে আপনাকে একজন দক্ষ ইলেকট্রনিশিয়ান দিয়ে আর্থিং তারের সংযোগ মেইন সুইজের নিউট্রাল পয়েন্ট থেকে খুলে দিয়ে সার্ভিস তারের নিউট্রালের সাথে পেঁচিয়ে দিতে হবে ।
এছাড়াও আপনার ঘরের ভিতরে যদি আলাদা কোন আর্থিং আর নিউট্রালের সংযোগ একত্রে দেয়া থাকে তাহলে সেখান থেকেও আর্থিং আর নিউট্রালের সংযোগ আলাদা করে দিতে হবে।
এই কাজগুলো করলেই দেখবেন মিটারের রিভার্স বাতিটি আর জ্বলবে না।
আর যখন মিটারে রিভার্স বাতি আর জ্বলবে না তার মানে আপনার এই সমস্যার সমাধান হয়ে গেছে।
এতে করে আপনার আর অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না।
গ্রাহক সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য! আমি চাই আপনারা সঠিকভাবে ও নিরাপদে বিদ্যুৎ ব্যবহার করুন।
যদি আমরা সঠিক নিয়ম মেনে বিদ্যুৎ ব্যবহার করতে পারি, তাহলে কখনোই আমাদের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে না।
বিদুৎ সম্পৃক্ত বিষয়ে আরও তথ্য পেতে আমাদের জরুরী বিদ্যুৎ সেবা পেজটি ফলো করুন।
#viralsシ #জরুরীবিদ্যুৎসেবা #fypシ゚ #fyp #follower #everyone #বিদ্যুৎবিল #মিটার #foryou #foryoupage #foryouchannel #shortsfeed #shorts #trendinh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: