নতুনরুপে আসছে নোয়াখালী সদর হসপিটাল|| থাকছে কিছু চমক!!
Автор: Abiir Tuhin
Загружено: 2025-06-25
Просмотров: 694
Описание:
নোয়াখালী সদর হাসপাতাল – রোগীদের সেবায় এক অগ্রণী প্রতিষ্ঠান
নোয়াখালী জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত নোয়াখালী সদর হাসপাতাল একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যা জেলার সাধারণ মানুষদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা প্রদান করে আসছে। আধুনিক চিকিৎসা সুবিধা, দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং উন্নত যন্ত্রপাতি নিয়ে এই হাসপাতালটি প্রতিদিন অসংখ্য রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকে।
এখানে রয়েছে বহির্বিভাগ (Outpatient), অন্তর্বিভাগ (Inpatient), জরুরি বিভাগ, ডায়াগনস্টিক ল্যাব, মা ও শিশু স্বাস্থ্য সেবা ইউনিট, এবং অপারেশন থিয়েটারসহ বিভিন্ন সুবিধা। গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদানেও হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জনগণের সহজলভ্য চিকিৎসা পাওয়ার অন্যতম আশ্রয়স্থল হিসেবে নোয়াখালী সদর হাসপাতাল জেলার স্বাস্থ্যখাতের একটি গুরুত্বপূর্ণ নাম।
#নোয়াখালী #নোয়াখালী_সদর_হাসপাতাল #সরকারি_হাসপাতাল #চিকিৎসা_সেবা #স্বাস্থ্য_সেবা #NoakhaliHospital #HealthcareBD
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: