অসাধারণ একটি তেলাওয়াত/Abu-tahir Arman
Автор: Abu-tahir Arman
Загружено: 2022-03-25
Просмотров: 1225
Описание:
গত ১৭ই মার্চ বৃহস্পতিবার সুন্দরবন ইসলামিয়া মাদ্রাসা পাঠানখালি, গোসাবা, দঃ২৪পরগণায় দস্তারবন্দি জলসা অনুষ্ঠিত হয়। উক্ত মহতী অনুষ্ঠানে মোট ১২ জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের এক হাফেজ ছাত্রের মনমুগ্ধকর কুরানের তেলাওয়াত সবাইকে মুগ্ধ করে। সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে।
প্রিয় ভাই বোনেরা!
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ইসলাম শিক্ষা করা অপরিহার্য। এবং এটাও বলেছেন যে (ইসলাম সম্পর্কে) একটি 'আয়াত' হলেও তোমরা সেটাকে অপরের কাছে পৌঁছে দাও।
বিশ্ব নবীর সঃ এঁর এই দুটি অমূল্য বানীকে সামনে রেখেই আমাদের এই পথচলা। সুতরাং আমাদের এই পথকে আরও সুগম ও মসৃণ করতে আপনার সহযোগিতা একান্ত কাম্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হবে কোনও একদিন আল্লাহর বানানো কোনও এক বৃক্ষের মনোরম ছায়াতলে।
আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ- / abutahirarman
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: