ধানের মাজরা পোকার সমাধান হাতের কাছেই। মাজরা পোকাকে ঝাঝড়া করে দিন।
Автор: Smart Chasabad স্মার্ট চাষাবাদ
Загружено: 2023-10-02
Просмотров: 83
Описание:
ধানের মাজরা পোকার সমাধান হাতের কাছেই। মাজরা পোকাকে ঝাঝড়া করে দিন।#মাজরা #মাজরাপোকা
রিলোড ১৮এস সি তে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে ফিপ্রোনিল ৬% + থায়ামেথোক্সাম ১২%. উপকরণটি স্পর্শক ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে সরাসরি শরীরের সংস্পর্শে আসা মাত্র পোকা মারা যায়।
এছাড়া পাকস্থলী ক্রিয়া সম্পন্ন কীটনাশক বলে রিলোড ১৮ এস সি প্রয়োগকৃত পাতা, ডগা ইত্যাদি থেকে রস খাবার সাথে সাথে পোকা মারা যায়।
অন্তর্বাহী ক্রিয়াসম্পন্ন কীটনাশক হওয়ায় স্প্রে করার অল্প সময়ের মাঝেই গাছের ভিতরে প্রবেশ করে এবং মূল, কান্ড ও পাতার মাধ্যমে গাছের সর্বত্র ছড়িয়ে পড়ে। তাই সম্পূর্ণ গাছটি পোকার জন্য বিষাক্ত হয়ে যায়। এজন্যই, স্প্রে করার অল্প সময়ের মাঝেই পোকা মারা যায়।
উল্লেখ্য কৃষকের সোনালী স্বপ্নের সাথে স্লোগান নিয়ে কৃষকের কাঙ্ক্ষিত ফলনের নিশ্চয়তায় এসিআই ক্রপ কেয়ার বছরের পর বছর কাজ করে যাচ্ছে। ধান চাষে ক্ষতিকর মাজরা পোকা দমনে এসিআই ক্রপ কেয়ারে মিলছে নিশ্চিত সমাধান এতে দেশের কৃষকেরাও খুশি।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: