মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য, অপরাধ ও শাস্তি, False Case and Perjury Law Bangladesh
Автор: Lex Advocacy Lab
Загружено: 2025-06-20
Просмотров: 224
Описание:
মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য, অপরাধ ও শাস্তি, False Case and Perjury Law Bangladesh
❝মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য: অপরাধ, আর শুধু কৌশল নয়! ❞
🔈আপনি কি জানেন, আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা মামলা করা শুধু অন্যায় নয়—এটা একটা ফৌজদারি অপরাধ?
🔈 বাংলাদেশ দণ্ডবিধির ১৯৩ ধারা অনুযায়ী, যদি কেউ শপথ নিয়ে মিথ্যা কথা বলেন, তার শাস্তি হতে পারে সাত বছরের জেল ও অর্থদণ্ড।
🔈 আর যদি এই মিথ্যা সাক্ষ্যের ফলে নির্দোষ কেউ দণ্ডিত হন, তাহলে মিথ্যা সাক্ষ্যদাতার শাস্তি হতে পারে ১০ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড পর্যন্ত!
🔈 ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় বিচারক প্রয়োজনে মিথ্যা মামলা দায়েরকারীকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে পারেন।
🔈 নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭ ধারায়ও মিথ্যা মামলা দায়ের করলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।
🔈 মিথ্যা মামলা বা সাক্ষ্য কেবল আদালতের সময় নষ্টই করে না—একজন নির্দোষ মানুষের জীবনও ধ্বংস করতে পারে। সত্য বলুন, ন্যায়কে জিততে দিন।
👉 মিথ্যা মামলা করবেন না। মিথ্যা সাক্ষ্য দেবেন না।
⚖️ আইন জানুন, সচেতন হোন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: