লক ডাউনে কী অবস্থা বেসরকারী মধ্যবিত্ত কর্মীদের? এএনএম নিউজের রিয়েলিটি চেক
Автор: ANM NEWS
Загружено: 2020-04-22
Просмотров: 161
Описание:
হরি ঘোষ, আসানসোল: দেশজুড়ে চলছে লক ডাউন। বন্ধ বিভিন্ন কলকারখানা। প্রশাসনের পক্ষ থেকে গরিব মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিলি করা হচ্ছে। কিন্তু সমাজের আরেকটা অংশ যারা বিভিন্ন বেসরকারী কলকারখানায় কাজ করেন তারা কেমন আছেন? এএনএম নিউজের রিয়েলিটি চেক।
আসানসোল শিল্পাঞ্চলের জামুরিয়া রানিগঞ্জে রয়েছে শতাধিক কলকারখানা। বেশিরভাগ স্পঞ্জ আয়রন। স্পঞ্জ আয়রন কারখানায় কয়েক হাজার স্থানীয় শ্রমিক কাজ করেন। কিন্তু একাংশ কারখানা কর্তৃপক্ষ তাদেরকে নোটিশ দিয়ে জানিয়ে দেয় বর্তমান এই পরিস্থিতির জন্য তারা বেতন দিতে পারছেন না। কিন্তু অগ্রিম হিসেবে কিছু টাকা তাদেরকে দেওয়া হবে। কিন্তু সেই টাকাটা মূল বেতনের অনেকটাই কম। ফলে সমস্যায় পড়েছেন এই সমস্ত শ্রমিকরা।
এই পরিস্থিতিতে তাদের কাছে বিকল্প কোন আর্থিক সংস্থান না থাকার জন্য অগ্রিম বাবদ পাওয়া টাকাই তাদের সম্বল। পরিবারের স্বাস্থ্য, সংসার নিয়ে চিন্তার বোঝা যেন বেড়েই যাচ্ছে। কারখানা কর্তৃপক্ষকে বলেও কোন লাভ হচ্ছে না। চলতি মাসের মাসের বেতন পাবেন কিনা সেটাও অনিশ্চিত। তাছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমে যেভাবে কর্মী ছাঁটাইয়ের প্রসঙ্গ উঠছে তাতে তাদেরও কর্মহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে।
শ্রমিকদের আক্ষেপ ধনী লোকেরা তাদের সঞ্চয় থেকে খরচা করছেন, গরিব মানুষ সরকার থেকে ত্রাণ পাচ্ছেন, কিন্তু তাদের মত মধ্যবিত্তরা কিভাবে জীবন-জীবিকা পার করবেন সেটাই তাদের কাছে এখন চিন্তার বিষয়। কোনমতে এক বেলা খেয়ে ভবিষ্যতে ভালো কিছু হওয়ার আশায় রয়েছেন এইসব শ্রমিকরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: