Diploma Admission Guideline 2020-21 | ডিপ্লোমা ভর্তির সম্পূর্ন গাইডলাইন ২০২০-২১ | Polytechnic Vorti.
Автор: ICT CARE
Загружено: 2020-06-11
Просмотров: 4014
Описание:
Diploma Admission Guideline 2020-21
ডিপ্লোমা ভর্তির সম্পূর্ন গাইডলাইন ২০২০-২১
Diploma Vorti
ডিপ্লোমা তে সাবজেক্ট চয়েজ দিবেন যেভাবে- • How to give subject choice in Diploma Admi...
ডিপ্লোমার মান কিসের সমমান-
• How Demand able The Diploma Certificate i...
ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর আদি অন্ত-
• ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর বিস্তারিত! কীভ...
২০২০-২০২১ শিক্ষাবর্ষে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিক, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট (কুমিল্লা), ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (বগুড়া) এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি কোর্সে ১ম ও ২য় শিফটে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য অন-লাইনে আবেদন করতে পারবে।
কত পয়েন্টে চান্স পাওয়া যাবে সেটা নির্ভর করে কোন পলিটেকনিক ইনস্টিটিউটে কোন টেকনোলজি সিলেক্ট করা হচ্ছে । তাই পলিটেকনিক এবং টেকনোলজি পছন্দ ঠিকমত করলে পছন্দ অনুসারে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়।
আবেদন ফরম পূরণের ন্যূনতম এক ঘণ্টা পূর্বে টেলিটক/রকেট/শিউরক্যাশ এর মাধ্যমে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) আবেদন ফি জমা দিতে হয়।
টেলিটক/রকেট/বিকাশ/নগদ/শিউরক্যাশ অ্যাকাউন্ট মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে এস.এস.সি. পাসের সন, স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর, স্পেস দিয়ে এস.এস.সি. পরীক্ষার রোল নম্বর, স্পেস দিয়ে ভর্তির শিফট নির্ধারণ অক্ষর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। ১ম শিফট (A), ২য় শিফট (B), উভয় শিফট (C) ।
উদাহরণ : BTAD 2019 DHA 654321 A
ONLINE এ আবেদন ফর্ম পূরণের প্রক্রিয়া
www.btebadmission.gov.bd
অথবা www.bteb.gov.bd
অথবা www.tmed.gov.bd
অথবা www.techedu.gov.bd
অথবা www.nsdc.gov.bd
ওয়েবসাইটের Home page হতে “পলিটেকনিক-টিএসসি(ডিপ্লোমা) ভর্তি” বাটনে ক্লিক করে Application form Open করতে হবে।
১ম ধাপে, আবেদনকারীর রোল , বোর্ড , পাসের সন এবং রেজিঃ নং পূরণ করতে হবে। আবেদনকারীর তথ্য, ধারা নং ৩’ এ উল্লেখিত যোগ্যতা অনুযায়ী সঠিক হলে এবং টেলিটক/রকেট/শিওরক্যাশ এর মাধ্যমে ফি জমা দেয়া হয়ে থাকলে, আবেদনের পরের ধাপে যেতে পারবে ।
২য় ধাপে টেলিটক/রকেট/শিওরক্যাশ এর SMS এর মাধ্যমে পাওয়া Transaction Code পূরণ করতে হবে । Transaction Code সঠিক হলে পরের ধাপে যেতে পারবে।
৩য় ধাপে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে এবং এখানে আবেদনকারীর ছবি (পরিষ্কার রঙিন ছবি JPEG Format-এ, এবং অনধিক 100 KB) আপলোড করতে হবে । এছাড়াও আবেদনকারীর কোন কোটা যুক্ত হলে সেই সংক্রান্ত document আপলোড করতে হবে।
৪র্থ ধাপে (SMS এ আবেদনকৃত শিফট এর পছন্দ অনুযায়ী) সকল প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের টেকনোলোজি প্রদর্শিত হবে এবং সেখান থেকে প্রতি শিফট এ অনধিক ১০টি করে প্রতিষ্ঠান-টেকনোলোজি পছন্দ করতে পারবে। এছাড়া যে কোন প্রতিষ্ঠান, যে কোন টেকনোলোজি হিসেবে অতিরিক্ত ১টি পছন্দ দেওয়া যাবে।
প্রতিষ্ঠান-টেকনোলোজি পছন্দ শেষ হলে পরের ধাপে পছন্দকৃত সকল শিট-প্রতিষ্ঠান-টেকনোলোজি প্রদর্শিত হবে এবং এখানে আবেদনকারী তার পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।
অতঃপর আবেদনকারীকে তার সকল তথ্য, ছবি, পছন্দকৃত প্রতিষ্ঠান-টেকনোলোজি এবং পছন্দক্রম প্রদর্শন করা হবে, এবং আবেদন সম্পন্ন করার সর্বশেষ অনুমতি চাওয়া হবে।
আবেদন সম্পন্ন হলে আবেদনকারীর contact মােবাইলে SMS এর মাধ্যমে আবেদনের Application ID এবং Pin Number পাঠানো হবে। এই Application ID এবং Pin Number দিয়ে পরবর্তীতে আবেদনকারী তার আবেদনের তথ্যসমূহ পরিবর্তন করতে পারবে।
মেধাতালিকা প্রণয়নঃ
এসএসসি সমমান পরীক্ষায় পাসের রেজাল্ট, পছন্দের ক্রম, কোটা ও অন্যান্য প্রযোজ্য শর্তের ভিত্তিতে প্রার্থীর মেধা তালিকা প্রণয়ন করা হবে।
আপেক্ষমান তালিকা প্রণয়নঃ
মোট আসন সংখ্যা অনুযায়ী মেধা, পছন্দের ক্রম ও কোটা ভিত্তিক তালিকা প্রণয়নের পাশাপাশি একটি অপেক্ষমাণ তালিকা প্রণয়ন করা হবে।
মেধাক্রম অনুযায়ী ভর্তিকৃত প্রার্থী পছন্দের ক্রমানুসারে প্রতিষ্ঠান-টেকনোলজি ভিত্তিক মাইগ্রেশনের সুযোগ পাবে।
মেধা তালিকা অনুযায়ী ভর্তির সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর প্রতিষ্ঠান/টেকনোলজি ভিত্তিক শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে মেধা, পছন্দের ক্রম ও কোটার ক্রমানুসারে ভর্তি করা হবে।
শূন্য আসন পূরণঃ
ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মধ্যে কেউ ক্লাস শুরুর ০৭(সাত) কার্যদিবসের মধ্যে ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। উক্ত শূণ্য আসনে পরবর্তী ০৭(সাত) কার্যদিবসের মধ্যে নির্বাচিত ও ভর্তিচ্ছুকদের তালিকা হতে মেধার ক্রমানুসারে পূরণ করা হবে।
ভর্তির ক্ষেত্রে ২০% ড্রপ-আউট বিবেচনায় টেকনোলজি ভিত্তিক প্রতি গ্রুপে আসন সংখ্যা ৫০(পঞ্চাশ) নির্ধারণ করা হয়েছে।
ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাবলিঃ
অনলাইনে আবেদন ফরম পূরণ, ছবি সংযোজন, টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রেরণসহ আনুষঙ্গিক কার্যক্রম প্রার্থীকে নিজ দায়িত্বে সম্পন্ন করতে হবে। প্রার্থী এ বিষয়ে কারো সহযোগীতা নিয়ে প্রতারিত হলে কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকেবে না।
বিস্তারিত জানতে এই গ্রুপে জয়েন করুন-
/ www.ictcare.com.bd
Planning: Md. Shouvikur Rahman
Organized By: ICT CARE
Camera & Edit: Hasibul Hasan Shanto
Thumbnail Credit: Md. Sabbir Hossain
Like, Comments, Share & Subscribe Us.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: