ক্ষমা প্রার্থনা ও জাহান্নাম থেকে বাঁচার দোয়া🥰🖤 || প্রশ্ন⁸⁹¹⁸1 ||
Автор: প্রশ্ন⁸⁹¹⁸1
Загружено: 2025-10-19
Просмотров: 203
Описание:
কুরআন ও হাদীস অনুযায়ী জাহান্নাম থেকে মুক্তির জন্য ঈমান, নেক আমল, ফরয কাজ পালন, পাপ বর্জন, তাক্বওয়া অর্জন এবং দু'আ করা অপরিহার্য। এছাড়া, আল্লাহর ভয় ও তাঁর রাস্তায় পাহারা দেওয়া, গীবত থেকে দূরে থাকা এবং মুসলিমদের প্রতি সদ্ভাব রাখাও জাহান্নাম থেকে মুক্তির আমলের অন্তর্ভুক্ত।
কুরআন ও হাদীসের আলোকে জাহান্নাম থেকে মুক্তির উপায়
১. ঈমান ও নেক আমল:
আল্লাহর উপর বিশ্বাস এবং নেক আমল করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব।
নামাজ, রোজা, যাকাত, হজ, সত্য কথা বলা, আমানত আদায়, বাবা-মায়ের প্রতি সদ্ব্যবহার ইত্যাদি ভালো কাজগুলো জাহান্নাম থেকে মুক্তির পথ খুলে দেয়।
২. তাক্বওয়া ও দু'আ:
পাপ বর্জন করে তাক্বওয়া অর্জন করা গুরুত্বপূর্ণ। আল্লাহকে ভয় করে চলা এবং তাঁর কাছে দু'আ করাও একটি গুরুত্বপূর্ণ উপায়।
কুরআনে আল্লাহ শেখাচ্ছেন, “হে আমাদের প্রতিপালক! আমাদের ইহকালে কল্যাণ দান কর এবং পরকালেও কল্যাণ দান কর। আর আমাদেরকে দোযখ-যন্ত্রণা থেকে রক্ষা কর” (সূরা বাকারা: ২০১)।
আরেকটি দু'আ হলো, “হে আমাদের প্রতিপালক! জাহান্নামের আজাব আমাদের থেকে দূরে সরিয়ে দাও, নিশ্চয়ই এর শাস্তি স্থায়ী ও ক্ষতিকর” (সূরা ফুরকান: ৬৫)।
৩. আল্লাহর প্রতি ভয়:
আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে এবং আল্লাহর রাস্তায় (নিরাপত্তার জন্য) পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটানো চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
৪. গীবত ও অন্যান্য পাপ থেকে দূরে থাকা:
গীবত বা পরনিন্দা থেকে দূরে থাকা একটি গুরুত্বপূর্ণ আমল। কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন।
৫. অন্যান্য আমল:
"যে ব্যক্তি মানুষকে ভালোবাসে এবং মুসলিমদের প্রতি সদ্ভাব রাখে, তার জন্য জাহান্নাম হারাম" – এমন অনেক হাদীস রয়েছে।
মুমিনদের সুপারিশে সমমনা লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে বলেও হাদীসে উল্লেখ আছে।
প্রশ্ন⁸⁹¹⁸1
#reelsinstagram #jualbeliakunyoutube #instareels #jualakunyoutube #jualyoutubeviews #jualyoutubeviewers #jualyoutubepremiummurah #jualyoutubepremium #jualyoutubeviewmurah #jualanyoutubepremium #jualanyoutube #jualakunyoutubemurah #jualyoutubelike #jualyoutube #youtubeindia #beliyoutubepremium #beliakunyoutube #beliyoutube #jualyoutubelikes #shortvideo #viralshorts #youtubegaming #jualpubgmobile #jualpubg #love #youtubesubscribers #jualakunpubg #youtubecreator #trendingreels #fyp
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: