দাম্পত্য জীবনে রাসূল (সা:) এর সুন্নত || ইসলাম শিক্ষা প্রতিদিন
Автор: ইসলাম শিক্ষা প্রতিদিন
Загружено: 2023-09-20
Просмотров: 23
Описание:
দাম্পত্য জীবনে রাসূল (সা:) এর সুন্নত || ইসলাম শিক্ষা প্রতিদিন
আসসালামু আলাইকুম।
ইসলাম শিক্ষা`` ইসলামি চ্যানেলে আপনাকে 🌹অভিনন্দন🌹
আমরা চেষ্টা করছি ইসলামের পত্যেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমরা এই চ্যানেলের মাধ্যমে নামাজ, রোজা, হজ্জ, যাকাত এবং ইসলামি সকল নিয়ম কানুন সহী শুদ্ধভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সাথে ফরজ, সুন্নত, নফল সহ সমস্ত আমল যা মুসলমানদের উপর আরোপ করা হয়েছে সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইইনশাআল্লাহ।
এবং যদি ভবিষ্যৎ এ এই চ্যানেলের মাধ্যমে কোন অর্থ উপার্জন করা যায় তাহলে এর একটি অংশ এতিম ও অসহায়দের জন্য ব্যায় করা হবে ইনশাআল্লাহ।
সুতরাং আপনার একটি সাব্সক্রাইব, লাইক, কমেন্ট, এবং শেয়ার এতিম ও অসহায়দের সহায়তার একটি মাধ্যম হতে পারে। আশা করি আপনি আমাদের সাথেই থাকবন।
সবশেষে আপনার শারীরিক সুস্ততা কামনা করে এখানেই শেষ করছি।
আল্লাহ আফেজ।
আজ আমরা জানব দাম্পত্য জীবনে রাসূল (সা:) এর ১৫টি সুন্নত সম্পর্কে
জীবনের প্রত্যেকটি কাজে রসুল (সা.) অনুসরণ মুমিনের জন্য আবশ্যক। কেননা রসুল (সা.)-এর আদর্শই উত্তম আদর্শ। রাসুল (সা.) দাম্পত্য জীবনে স্ত্রীদের সঙ্গে যেসব কাজ করেছেন, মুমিন বান্দার উচিত দাম্পত্য জীবনে
রসুল (সা.)-এর সে সুন্নাতগুলো আঁকড়ে ধরা। ফলে একদিকে যেমন রসুল (সা.)-এর অনুসরণ হবে, অপরদিকে স্বামী-স্ত্রীর মধ্যে বৃদ্ধি পাবে সীমাহীন ভালোবাসা, যা সুখী পরিবার গঠনে অন্যতম সহায়ক।
দাম্পত্য জীবনে পালনীয় রসুল (সা.)-এর সুন্নাত :
১. স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে, সে স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাত। (মুসলিম শরীফ
১. স্ত্রীর থেকে চুল আঁচড়ে নেওয়া সুন্নাত। হজরত আয়েশা (র.) রসুল (সা.)-এর চুল আঁচড়ে দিতেন। (বুখারি শরিফ
৩. স্বামী-স্ত্রীর একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্নাত। (মুসলিম শরীফ
৪. স্ত্রীর প্রশংসা করা সুন্নাত। (বুখারি হাদিস
৫. স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা সুন্নাত। (ইবনে মাজাহ
৬. স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাত। (মুসলিম হাদিস
৭. শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত। (তিরমিযি হাদিস
৮. স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাত। (রসুল সা, আয়েশা রা, কে হূমায়রা বলে ডাকতেন)।
৯. স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া সুন্নাত। (আবু দাউদ
১০. স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নাত।
হজরত আবদুল্লাহ্ ইব্নু যাম’আহ (র.) থেকে বর্ণিত। তিনি বলেন, নবি (সা.) বলেছেন, তোমরা কেউ নিজ স্ত্রীদের গোলামের মতো প্রহার করো না। কেননা, দিনের শেষে তার সঙ্গে তো মিলিত হবে। (বুখারি শরিফ
১১. স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা সুন্নাত। (বুখারি
১২. স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাত। (বুখারি
১৩. হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা করা সুন্নাত। (বুখারি
১৪. স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাত। (বুখারি
১৫. স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাত। স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসুল (সা.) লটারি করতেন, যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন। (বুখারি
১৬. স্ত্রীর ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত। (বুখারি
আল্লাহ তাআলা সবাইকে দাম্পত্য জীবনে রসুল (সা.)-এর সুন্নাতগুলো পালন করার তাওফিক দান করুন। আমিন
#ইসলামশিক্ষাপ্রতিদিন #ইসলাম #শিক্ষাে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: