রমজান মাসে খেজুরের দাম ||
Автор: BD Kids
Загружено: 2025-03-11
Просмотров: 592
Описание:
রমজান মাসে খেজুরের দাম || #food #shortvideo #subscribe
রমজান মাসে খেজুরের দাম বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে। তবে, রমজানের আগে ও রমজান মাসে খেজুরের দাম কিছুটা বেড়ে যায়। নিচে কিছু বিষয়ের ওপর নির্ভর করে খেজুরের দাম উল্লেখ করা হলো:খেজুরে জাত: বিভিন্ন জাতের খেজুরের দাম বিভিন্ন হয়ে থাকে। যেমন: মরিয়ম, আজওয়া, সুক্কারি, মেডজুল, আম্বার, সাফাভি, দাবাস, জাহিদি ইত্যাদি। এর মধ্যে কিছু খেজুরের দাম অনেক বেশি, আবার কিছু খেজুরের দাম তুলনামূলকভাবে কম থাকে।আমদানি খরচ: খেজুর যেহেতু বেশিরভাগই আমদানি করা হয়, তাই আমদানি খরচ বাড়লে খেজুরের দামও বেড়ে যায়।চাহিদা ও সরবরাহ: রমজান মাসে খেজুরের চাহিদা বেড়ে যায়, তাই বাজারে খেজুরের সরবরাহ কম থাকলে দাম বেড়ে যায়।মুদ্রাস্ফীতি: সামগ্রিকভাবে জিনিসপত্রের দাম বাড়লে খেজুরের দামও বাড়ে।শুল্ক: খেজুর আমদানিতে শুল্কের পরিমাণ কম বেশি হলে খেজুরের দামের ওপর প্রভাব পড়ে।বর্তমানে বাজারে,খুচরা বাজারে প্রতি কেজি খেজুরের সর্বনিম্ন দাম ২০০ টাকা থেকে শুরু করে ১,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।দাবাস, জাহিদি, বরই এবং গলা খেজুরের মতো খেজুরগুলোর দাম তুলনামূলকভাবে কম এবং এগুলো বেশি বিক্রি হয়।২০২৪ সালের তথ্য অনুযায়ী, জিহাদি ও দাবাস খেজুরের প্রতি কেজির দাম ২৪০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত।খেজুরের দাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে, আপনি স্থানীয় বাজার বা অনলাইন মার্কেটপ্লেসগুলোতে খোঁজ নিতে পারেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: