৫০ ফুট গভীর পরিত্যক্ত নলকূপ থেকে জীবিত উদ্ধার ২ বছরের শিশু সাজিদ, আলহামদুলিল্লাহ
Автор: ইসলাম আমাদের অক্সিজেন
Загружено: 2025-12-11
Просмотров: 36
Описание:
অলৌকিক প্রত্যাবর্তন! ৪৮ ঘণ্টা পর ৫০ ফুট গভীর নলকূপ থেকে জীবিত উদ্ধার ২ বছরের শিশু সাজিদ
রাজশাহী থেকে এক বিস্ময়কর ও অলৌকিক খবর! প্রায় ৪৮ ঘণ্টা ধরে মাটির নিচে, প্রায় ৫০ ফুট গভীর এক পরিত্যক্ত নলকূপের গর্তে আটকে থাকার পর অবশেষে ২ বছর বয়সী শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে। আলহামদুলিল্লাহ 🤲
😭 যেভাবে শুরু হয়েছিল ভয়াবহ অপেক্ষা
গত বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার একটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
👉সাজিদ তার মায়ের পিছু পিছু পানি আনতে গিয়েছিল। ফেরার পথে মা দেখেন, শিশুটির ডাক শোনা যাচ্ছে, কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছে না। পরে পাশের একটি ৩৫ ফুট গভীর পরিত্যক্ত নলকূপের গর্তে উঁকি দিয়ে দেখা যায়, শিশু সাজিদ তার ভেতরে পড়ে গেছে।
👉উদ্ধারকর্মীরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে পাইপের মাধ্যমে সাজিদের কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়।
👉অলৌকিকতা, সাহস আর মানবতা
অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে, টানা উনিশ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও যখন উদ্ধার সম্ভব হচ্ছিল না, তখন সবার মনেই আশঙ্কা জাগে। না খেয়ে এত দীর্ঘ সময় একটি ছোট শিশুর বেঁচে থাকা যেন অসম্ভব বলে মনে হচ্ছিল। কিন্তু...
আলহামদুলিল্লাহ! অবশেষে, দীর্ঘ ৪৮ ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর, ফায়ার সার্ভিসের বীরেরা শিশু সাজিদকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছেন! শিশুটি এখন সুস্থ আছে।
👉এটি সত্যিই এক অলৌকিক ঘটনা। ৫০ ফুট গভীর গর্তে, প্রায় দু'দিন না খেয়ে, এতটুকু শিশুর বেঁচে ফেরা প্রমাণ করে, সত্যিই ওপরওয়ালা আছেন এবং তিনি হেফাজত করেছেন।
👉ফায়ার সার্ভিস কর্মীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও স্যালুট। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে, অক্লান্ত পরিশ্রম ও সাহসিকতার সাথে তাঁরা যে কাজ করেছেন, তা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
👉সবাই এই অলৌকিক ঘটনাটি ছড়িয়ে দিন। আল্লাহ যেন সাজিদকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, আমীন। 🤲
#মালফটিক #lahctg #Islamic #manik #Lokman #ইসলামিক #সবাই #শেয়ার_করুন_প্লিজ #আমাদের_পেজ_মানে_আপনার_পেজ
#অলৌকিক #রাজশাহী #সাজিদ #ফায়ারসার্ভিস #উদ্ধার #শিশু #আল্লাহ_হেফাজত_করুন
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: