অজানা কিছু কথা, যা আপনার জীবন বদলে দিবে।। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীবন বদলানো গল্প।।
Автор: পৃথিবীর গল্প
Загружено: 2021-08-18
Просмотров: 116
Описание:
#Motivational #life_changing #Emotional
অজানা কিছু কথা, যা আপনার জীবন বদলে দিবে।। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীবন বদলানো গল্প।।
উক্তি মানুষের জীবনের সঠিক পথ দেখায়, মনের গহিনে অনুপ্রেরণা জোগায়। পৃথিবীর সকল মানুষ জীবনের কোনো না কোনো সময় হতাশায় ডুবে যায়, তখন নিজের সম্পর্কে নিজের ধারনাই পাল্টে যায়, জীবনের সব আশা-ভরসা ছেড়ে দিয়ে শেষ দিনের অন্তিম প্রহর গুনতে থাকে। সেই মুহুর্তে একজন মানুষের লাগে জীবনের সঠিক অনুপ্রেরণা। সবার আশেপাশে সবসময় ভালো মানুষ পাওয়া যায় না যে তাকে সঠিক পরামর্শ দেবে। তাই এমন সময় বিখ্যাত মনীষীদের উক্তি বা বাণী তার চোখ খুলে দিতে পারে, খুঁজে দিতে পারে নবিন পথ । এজন্য প্রতিটি মানুষের উচিত বেশি বেশি বই পড়া। উক্তি সাধারণত বই থেকেই নেওয়া হয়। বইয়ের মধ্যে বিস্তারিত বর্ণনার মধ্যে ছোট্ট দুই এক লাইন অনেক গুরুত্বপূর্ণ কিছুও বহন করে। আর এই গুরুত্বপূর্ণ লাইনগুলোই একসময় হয়ে উঠে জীবনের গুরুত্বপূর্ণ বাণী বা উক্তি।
জ্ঞানীদের বাণী যে শুধু হতাশার সময় অনুপ্রেরণা জোগায় তা নয়, এই বাণী মানুষের নৈতিকতাবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীর বহু বিখ্যাত মানুষের মুখে প্রায়ই বলতে দেখা যায় যে, এমুক একটি বই তার জীবনকে বদলে দিছে। এজন্য সবারই প্রচুর বই পড়তে হয়, জ্ঞানীগুণীদের উপদেশ শুনতে হয়, তাদের উক্তি বা বাণী পড়তে হয়, আর সে অনুযায়ী কাজ করতে হয়। সে অনুযায়ী জীবনকে সাজাতে হয়। তবেই রঙিন দুনিয়ায় আরো হাজার বছর বেঁচে থাকার মনোবাসনা জেগে ওঠে। দুনিয়া আমরা সবাই বুঝিনা, বা খুঁজিনা আমরা তখনি দুনিয়া সম্পর্কে ভালো বুজবো যখন জ্ঞানীদের গবেষণায় কাগজের ভাঁজে যে শব্দ গুলো আবদ্ধ হয়ে আছে সেই শব্দ গুলোর পরিচর্যা করবো। ঠিক তখনি অন্ধ চোখের দোয়ার খুলে আলোর দিশারি খুঁজে পাবো। জীবনে অন্ধকার নেমে আসে খুব সহজেই কিন্তু সেই অন্ধকারে আলোটাও ডুবে থাকে কিন্তু আমাদের সঠিক পথ খুঁজে না পাওয়াতে আমরা আঁধারের জলে জীবন ভাসাই।
শিক্ষা মানে শুধু স্কুলের চার দেওয়ালের মধ্যে বন্ধ পাঠ্য বইয়ের শিক্ষাকেই বোঝাই না। শিক্ষা মানে প্রতিনিয়ত এই মহা বিশ্বের জ্ঞান ভান্ডার থেকে কিছুনা কিছু জ্ঞান অর্জন করে সেই জ্ঞানকে জীবনে উন্নতির জন্য সঠিক ভাবে প্রয়োগ করাকে বোঝাই। আজকের এই পোস্টে আমার মহা বিশ্বের জ্ঞান ভান্ডার থেকে নেওয়া বাছাই করা সেরা কিছুশিক্ষামূলক উক্তি ও শিক্ষামূলক কিছু কথা নিয়ে এসেছি।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: