হাস্যোজ্জ্বল মুখের তরুণীর চোখ ঘুরে গেল এক হাস্যোজ্জ্বল তরুণের দিকে
Автор: Rifat Sarker
Загружено: 2018-02-12
Просмотров: 234
Описание:
Song: Manikya Malaraya Poovi
Lyrics: PMA Jabbar
Original Composer: Thalassery K Refeeque
Revisited by: Shaan Rahman
Singer: Vineeth Sreenivasan
Mixed and Mastered by Biju James @ VGP studios, Chennai
একটি হাস্যোজ্জ্বল মুখের তরুণীর চোখ ঘুরে গেল এক হাস্যোজ্জ্বল তরুণের দিকে। বিগলিত তরুণ সুকোশলে নিজের হাসামাখা মুখে এক চোখের ভ্রু নাচিয়ে দিলেন। নিমিষেই ওই তরুণী প্রথমে এক ভ্রু পরে দ্বিতীয় ভ্রু সুনিপুণভাবে নাচিয়ে দিলেন। রীতিমতো বিস্ময়কর।
Youtube Link:- • Apps ছাড়া Phone আপনাকে বাংলা পড়ে দিবে ||...
এরপর ওই তরুণ নিজেও একইভাবে দুই ভ্রু নাচিয়ে দিলেন। এরপর মেয়েটির কর্মকাণ্ডে অবাক হবার পালা। কেননা মেয়েটি হাসিমুখে চোখ টিপে দিলেন। তরুণ অবিশ্বাস্যভাবে ঘুরে মুখ লুকালেন বন্ধুর কাছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও। এই কয়েক সেকেন্ডেই যেন বলা হয়ে গেল অজস্র বাক্য। কি অদ্ভুত।
অন্তত সোশ্যাল মিডিয়া তাই বলছে। কেননা এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওর স্ক্রিনশট নিয়ে বানানো হচ্ছে ট্রল। মুহূর্তেই ছড়িয়ে পড়া ওই তরুণঈর পরিচয় জানতে আগ্রহী হয়ে উঠেছে সশ্যাল মিডিয়া। কে এই তরুণী?
জানা গেছে, মেয়েটির নাম প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তিনি ভারতের দক্ষিণী সিনেমার একজন অভিনেত্রী। মূলত এটি একটি সিনেমার গানের দৃশ্য। যার নাম ‘ওরু আদার লাভ’। ছবিটি পরিচালনা করছেন ওমর লুলু।
আর ছড়িয়ে পরা ওই ভিডিওটুকু একটি গানের অংশ। গানটির শিরোনাম ‘মাণিক্য মালারায়া পুভি’। সিনেমাটি এখনো মুক্তি পায়নি, অপেক্ষায় রয়েছে। প্রচারণার অংশ হিসেবে প্রকাশ হয় গানটি। আর এটি প্রকাশের পরই রীতিমতো ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার ভিডিও শেয়ারিং এর সর্বোচ্চ প্ল্যাটফরম ইউটিউবের ট্রেন্ডিং ভিডিওর তালিকায় ১৭তম স্থানে উঠে এসেছে এই দৃশ্য।
অবাক করার মতো বিষয় হচ্ছে, যেই লাস্যময়ী তরুণীকে নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়, সেই প্রিয়া প্রকাশ কিন্তু এই সিনেমার নায়িকা নন। ছবির কিছুটা দৃশ্যেই রয়েছেন তিনি। যদিও ঠিক কী চরিত্রে তিনি থাকছেন, সেটা এখনও বলেননি নির্মাতা ওমর লুলু।
ভারতীয় গণমাধ্যম জানায়, প্রিয়ার বাবার নাম প্রকাশ ওয়ারিয়র। প্রিয়া থাকেন কেরলের ত্রিশূরে। সেখানকার বিমলা কলেজে বি.কম পড়ছেন তিনি। এটাই প্রিয়ার প্রথম কোনও সিনেমায় অভিনয়। আর তাতেই তিনি রীতিমত তারকা বনে গেছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: