কারা জীব হত্যা করলে পাপ হয় না, জানেন কি এই তত্ত্ব?Kara jib hotta korle pap hoy na.janen ki ai tatta
Автор: ভগবত তত্ত্ব দর্শন- Vagbat tatta darsan
Загружено: 2023-05-13
Просмотров: 367
Описание: কারা জীব হত্যা করলে পাপ হয় না, জানেন কি এই তত্ত্ব?Kara jib hotta korle pap hoy na.janen ki ai tatta? শাস্ত্রে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম কোন জীবের প্রতি হিংসা করা যাবে না। আর হিংসা না করা জীবের পরম ধর্ম। হিংসা করার চাইতে জীব হত্যা করা গুরুতর অপরাধ।। নিঃসন্দেহে বলতে পারি যে হত্যা করা মহাপাপ। হ্যাঁ মহাপাপ আবার পাপ নয়। যে ব্যক্তি মনে করে আমি ইহা করেয়াছি কত মানুষকে দান করেছি কতজনকে সাহায্য করিয়াছি কত ধরনের ভালো কাজ করিতেছি। যে ব্যক্তি এমন ভাব নিয়ে আসবে তার জন্যই জীব হত্যা করলে পাপ হবে। আর যে মনে করে আমি কিছুই করিনা, প্রকৃতি প্রকৃতিই করতেছে তাহার কর্ম আমি শুধু দর্শন মাত্র। এই ভাবনা যার, সে জীব হত্যা করলেও পাপ হয় না। জয় শ্রীকৃষ্ণ 🙏 ধন্যবাদ সকলকে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: