শাকিব খানের প্রতি কৃতজ্ঞ ইধিকা পাল | Shakib Khan | Idhika Paul | Bijoy Entertainment
Автор: Bijoy Entertainment
Загружено: 2025-04-07
Просмотров: 3249
Описание:
#Shakib_Khan #Idhika_Paul #ইধিকা_পাল #শাকিব_খান
‘বরবাদ’ ঝড়ে কাঁপছে দেশ। ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খানের সিনেমাটি রীতিমতো বেসামাল করেছে দর্শকমন। প্রিয়তমার পর এ ছবিতে ফের শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। আর বাংলাদেশে টানা দ্বিতীয় সাফল্যে দারুণ উচ্ছ্বসিত এ নায়িকা।
ইধিকার মতে, শাকিব খান তাকে যোগ্য মনে করেছেন বলেই তার এই সাফল্য। এ জন্য শাকিব খানের প্রতি কৃতজ্ঞ তিনি। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের দর্শকের ভালোবাসার কথা তুলে ধরেছেন ইধিকা। সেই সঙ্গে শাকিবের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এ নায়িকা।
শাকিব খানের সঙ্গে কাজ করে নিজেকে ভাগ্যবতী মনে করেন ইধিকা। তিনি বলেন, ‘নিজেকে ভাগ্যবতী মনে হয়। এই সিনেমায় কাজের সুযোগ পেয়েছি তাই ভাগ্যবতী মনে করি বিষয়টা এমন না। সিনেমায় অভিষেক হয়েছে তার সঙ্গে কাজ করার মাধ্যমে।
শাকিব খানের সঙ্গে সবাই কাজ করতে চায় জানিয়ে ইধিকা বলেন, ‘একজন তারকার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। শুধু বাংলাদেশ কিংবা কলকাতা নয়। সব ইন্ডাস্ট্রির অভিনয়শিল্পীরা মুখিয়ে থাকে। আমিও মুখিয়ে ছিলাম ভালো কোনো গল্পে কাজ করার জন্য। আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি, এ জন্য অবশ্যই নিজেকে ভাগ্যবতী মনে হয়।
এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে শীর্ষে আছে শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমার জন্য প্রশংসা কুড়াচ্ছেন মেহেদী হাসান হৃদয়। শাকিব খান ও ইধিকা পাল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর-সহ অনেকে।
copyright © BIJOY ENTERTAINMENT Production-2025
সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: