Opel Stone Benefits,Astrological Remedies Opel Stone,ওপেল পাথরের উপকারীতা ও ব্যবহার,রত্নপাথর,Rotno
Автор: জ্যোতিষী জয়নাল আহমেদ
Загружено: 2021-10-14
Просмотров: 104
Описание:
How To Check Original Opel Stone,Opel Stone Spiritual Meaning,Benefits of Opel gemstone, Venus Planet Damage Remedies,Benefits of Wearing,Opel Gemstone Benefits in Bengali,
ওপ্যাল বা গিরিবজ্র রত্ন/OPAL
OPAL : ওপ্যাল
ল বা গিরিবজ্র রত্ন Quartz group এর । দুধের মতো সাদা উজ্জ্বল আভাময় স্বচ্ছ রত্ন। রত্নটি স্বচ্ছ ও আধাস্বচ্ছ দুই ধরণের দেখা যায়। মিনারলজীতে এই রত্ন-পাথরটি মূলত সিলিকন ডাই-অক্সাইড বা সাধারণ বালির সিলিকা। অবশ্য তার সাথে থাকে বিভিন্ন পরিমাণে পানির অণু। বিশেষতঃ ওপ্যালে বাদামী, হলুদ, সবুজ প্রভুতি রঙ –এর সন্নিবেশ থাকে। ওপ্যাল সাদা বা অন্য কোন হালকা রঙের হলে সে সঙ্গে অন্য রঙের ছোঁয়াও থাকে আলতোভাবে। কালো ওপ্যালের বহির্ভাগ কালো, ঘন নীল, গাঢ় সবুজ বা ধূসর হয়, তৎসঙ্গে অন্য রঙের ছিটে ফোটা স্পর্শও থাকে। দুটি ওপ্যাল রত্ন সাধারণত কখনো এক রকম হয় না। বৈচিত্রই এ পাথরের বৈশিষ্ট্য । এই রত্নটিকে বিচিত্র বর্ণ নৃত্যমত খেলা করতে দেখা যায়। এই রত্ন গিরি গহ্বরে উত্তপ্ত বালুকাস্তুপের মধ্যে পাওয়া যায়। সূর্যের প্রখর কিরণে বালুকা পুঞ্জগলিত ধাতুর ন্যায় একত্রিত হয়ে জমাট বেঁধে যায়। তৎপর শৈত্যের প্রভাবে কাঠিন্যে পরিনত হয়ে ওপ্যালে রূপান্তরিত হয়। সংস্কৃত শব্দ ‘উপল’ থেকে ওপ্যাল নামের উৎপত্তি । এই রত্নটি খুব ভঙ্গুর। উত্তাপ সহ্য করতে পারে না।উপাদান (Chemical Composition) : হাইড্রাস সিলিকন ডাই-অক্সব্রাজিল, জাপান, লিবিয়া, বর্তমানে অষ্ট্রেলিয়া হচ্ছে মূল্যবান ওপ্যালের প্রধান উৎস। অষ্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস আর কুইসল্যান্ডের ওপ্যাল খনি পর্যটকদের কাছে এক চিত্রাকর্ষক স্হান। হন্ডুরাস ও মেক্সিকো অন্য দুটি স্থান ও প্রধান ওপ্যাল রত্ন প্রাপ্তিস্হান। এছাড়া প্রভৃতি স্থানে পাওয়া যায়। এই রত্নটি সবচেয়ে উন্নতমানের সর্বোৎকৃষ্ট মানের উজ্জ্বলতর হয়ে থাকে অষ্ট্রেলিয়ার ওপ্যাল রত্নগুলো।উপকারিতা : এই রত্ন ব্যবহারে সব বিষয়ে জয়ী হওয়া যায় বলে প্রাচীনকালে রাজা-বাদশাগণ এটি অতি যত্নের সাথে ব্যবহার করতেন । ইংল্যান্ডের মহারাণী ভিক্টোরিয়ার কাছে এই রত্ন খুবই প্রিয় ছিল। সুন্দরী নারীদের খুবই প্রিয় রত্ন। ওপ্যাল (Opal) তীব্র কামনা থেকে রক্ষা করতে অদ্বিতীয়। রাশিচক্রে চন্দ্র ও শুক্র গ্রহের উপরত্ন হিসাবে খুবই ফলদায়ক । শত্রুদমন, কাজে কর্মে সফলতা, মানসিক শান্তি, শরীর ও স্বাস্থ্যের বিশেষ সহায়ক। মধ্যযুগের লেখকরা ওপ্যাল রত্নকে ঐন্দ্রজালিক পাথর বলে উল্লেখ করেছেন । দৃষ্টিশক্তির ওপর ওপ্যাল রত্নের শুভ প্রভাব রয়েছে বলে জানা যায়।বিখ্যাত কিছু ওপ্যাল রত্ন-পাথর:* হাঙ্গেরীয় ওপ্যাল : ৫৪ গ্রাম ওজনের ভিয়েনার যাদুঘরে রাখা একটি হাঙ্গেরীয় ওপ্যাল রত্ন।
রেবিলিং ওপ্যাল : ৫৩০ গ্রাম ওজনের বর্ণীল অদ্ভুত উজ্জ্বল রকমের রত্নটি ওয়াশিংটনে জাতীয় প্রাকৃতিক ইতিহাস যাদুঘরে সংরক্ষিত রয়েছে ।
১৯৬৯ সালে অষ্ট্রেলিয়ায় পাওয়া যায় ৬,০০০ গ্রাম ওজনের একটি বিরাট ওপ্যাল রত্নের খন্ড।
‘অন্দামুকার মরু মশাল’ নামে পরিচিত এই ওপ্যাল রত্নটির দাম পাওয়া গিয়েছিলো দশ লক্ষ আমেরিকান ডলার।সঠিক রাসায়নিক বিশ্লেষণ, শুভ তিথীযুক্ত দিন ব্যতীত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শোধন না করে যে কোন রত্ন পাথর ধারণ করা অনুচিত। এতে করে শুভ ফল পাবেন না । শোধন প্রক্রিয়া সময় সাপেক্ষ তথাকথিত প্রচলিত ভ্রান্ত সাধারণ নিয়মে দুধ, মধু, গোলাপজল, জাফরান , আতর, জম জম কূপের পানি, নদীর পানি কিংবা গঙ্গা জল ইত্যাদি দ্রব্য / বস্তু দ্বারা শোধন কখনও করা হয় না বা করার বিধান শাস্ত্রে নেই ।
☎️☎️ +8801754556962 Whatsapp & imo
☎️☎️ +8801683553415 Whatsapp & imo
🎇🎇 FACEBOOK
https://www.facebook.com/profile.php?...
🎇🎇 PAGE
/ jaynul.ahmeed
💎 নিচের লিংকে আমার আরো ভিডিও দেখুন 💎
• বাড়ি-ঘর দোকান অফিসে শান্তি ফিরিয়ে আনার ১০০...
• হাতের রেখায় কোটিপতি হবার চিহ্ন,Richman Sig...
• Benefits of Gamti Chakra,নাভিশঙ্খ,গোমতী চক...
• রাজমোহীনি আংটির গুণাগুণ,Rajmohini Aunguthi...
• রুবী পাথরের গুণাগুণ ও ব্যবহার,Benefits of ...
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: