রমজান মাসে কেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় | রোজায় বাজার স্বাভাবিক থাকে না কেন | Ramadan Market
Автор: TOFAYAL AHMED
Загружено: 2023-03-15
Просмотров: 76
Описание:
#রমজান #রোজা #রমজানের_ফজিলত
#দ্রব্যমূল্য #বাজার #বাজারদর
আলহামদুলিল্লাহ! আর কিছুদিন পরই আমাদের মাঝে হাজির হবে সম্মানিত মেহমান মাহে রমজান। রমজান শব্দটার সঙ্গে মুমিন-বিশ্বাসীদের আবেগ-অনুভূতি জড়ানো। রমজানকে আমরা মনে করি নেক আমল কামাইয়ের মাস। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার মাস। রমজান ঘিরে আমাদের কত পরিকল্পনা থাকে। কেউ ইতিকাফে বসার নিয়ত করে। কেউ সাত সাগর তেরো নদী পারি দিয়ে চলে যায় ওমরায়। কেউবা মানুষকে খাওয়ানোর কর্মসূচি হাতে নেয়। কেউ দারিদ্র্য ঘোচাতে কাজ করে। সব কাজই নেক কাজ। কিন্তু রমজান আসে, রমজান চলে যায়। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি না। যদি পারতাম তাহলে আমাদের চরিত্রে, আচরণে, মনে সে প্রভাব অবশ্যই পড়ত। আমার দীর্ঘ জীবনে দেখেছি, রমজান এলে আমাদের বাহ্যিক পরিবর্তন হয়। কিন্তু ভিতরজগৎ আলোকিত করতে পারি না। অন্য সময় মাথায় টুপি থাকে না। রমজানে সব সময় মাথায় টুপি থাকে। জামাতের সঙ্গে নামাজ পড়ার আগ্রহ বাড়ে। মুসল্লিতে মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বাইরের এ অবস্থা দেখে আমাদের আত্মতৃপ্তির সীমা থাকে না। কিন্তু বাস্তব সত্য হলো, আমরা রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে নিতে পারি না। যদি আমরা রমজানকে আত্মশুদ্ধির মাস হিসেবে নিতে পারতাম, তাহলে রমজানে কেন দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগবে। কেন রোজার মাস আসার আগে থেকেই মুসলমানদের কপালে চিন্তার ভাঁজ পড়বে। এখন আপনি যার সঙ্গেই কথা বলবেন একটা বিষয়ই শুনতে পাবেন, রমজানে কীভাবে সংসার চালাব। সব কিছুর দাম হু হু করে বেড়েই চলছে। যুদ্ধ পরিস্থিতি বা করোনা-পরবর্তী অর্থনৈতিক মন্দার কথাও যদি বাদ দিই, বাংলাদেশের ব্যবসায়ীদের একটা শ্রেণি রমজানকে ক্রেতার গলাকাটার মাস হিসেবে গ্রহণ করে থাকে। রমজান আসার তিন মাস আগে থেকে, কেউ কেউ ছয় মাস আগে থেকে নিত্যপণ্য মজুদ করতে থাকে। রমজান এলে রোজাদারের গলা কেটে তারা পকেট পুড়েন। সে টাকায় বাড়ি করেন, গাড়ি করেন, হজ করেন, এতিমখানায় দান করেন। আফসোস! এত ওয়াজ, এত মাদরাসা, এত ইসলামী জলসা, খানকা, ধর্মীয় রাজনীতি করেও এ দেশের মানুষকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি, মাহে রমজান ক্রেতার পকেট কাটার মাস নয় বরং রোজাদারদের ডিসকাউন্ট দিয়ে জান্নাতে সম্পদ বাড়ানোর মাস।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: