গলনাঙ্কের উপর চাপের প্রভাব
Автор: Buddha
Загружено: 2023-02-21
Просмотров: 541
Описание:
গলনাঙ্কের উপর চাপের প্রভাব-
প্রথমে আমরা দেখব স্বাভাবিক গলনাঙ্ক বলতে কী বোঝায় ?
স্বাভাবিক গলনাঙ্ক বলতে বোঝায় কোন কঠিন পদার্থ, প্রমাণ বায়ুমন্ডলের চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় গলে তরলের পরিণত হয় সেই নির্দিষ্ট উষ্ণতাটিকে ওই কঠিন পদার্থটির স্বাভাবিক গলনাঙ্ক বলা হয়।
যে সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তনে বেড়ে যায় তাদের উপর চাপ বৃদ্ধি করলে তাদের স্বাভাবিক গলনাঙ্ক বৃদ্ধি পায়, এর কারণ চাপ যখন বৃদ্ধি করা হয় তখন ওই ধরনের কঠিন পদার্থের আয়তন বৃদ্ধি বাধা পায় ফলে তাদের উপর চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক বৃদ্ধি পায়।
সোনা রুপা পারদ প্যারাফিন ওয়াক্স এ ধরনের পদার্থের উপর চাপ বৃদ্ধি করলে এদের গলনাঙ্ক বৃদ্ধি পায় ।যেমন উদাহরণস্বরূপ বাক্সের গলনাঙ্ক প্রমাণ বায়ুমন্ডলে চাপের দ্বিগুণ করা হলে 0.004°C বৃদ্ধি পায়।
আবার যে সমস্ত কঠিন পদার্থ তরলের পরিণত হলে আয়তনে কমে যায় সেই সমস্ত কঠিন পদার্থের উপর চাপ বৃদ্ধি করা হলে তাদের গলনাঙ্ক কমে যায় এর কারণ এদের আয়োজন সংকোচন সহজ হয় তাহলে তাদের উপর চাপ প্রয়োগ করা হলে গলনাঙ্ক কমে যায় যেমন বরফ জলে পরিণত হলে আয়তনে কমে যায় ফলে বরফের উপর চাপ প্রয়োগ করলে বড় হয়ে স্বাভাবিক গলনাঙ্ক কমে যায় বরফের উপর চাপ প্রয়োগ করে বরফকে জলে পরিণত করা এবং সেই জলের উপর চাপ সরিয়ে নিয়ে জলকে আবার বড় হয়ে ফিরিয়ে আনার ঘটনাকে পুনঃশিলীভবন(regelation) বলে।
বরফ ,ঢালাই লোহা ,পিতল বিসমাথ,অ্যান্টিমনি এই ধরনের পদার্থ।
পিতলকে ঢালাই এর কাছে এই কারণে ব্যবহার করা হয় পিতল তরলে পরিণত হলে আয়তনে কমে যায় আবার কঠিনের পরিণত হলে আয়তনে বৃদ্ধি পায় এতে ঢালায়ের ধারগুলো সূক্ষ্ম হয়।
প্রমাণ বায়ুমণ্ডলেও চাপের দ্বিগুণ বায়ুমণ্ডলের চাপে বরফের গলনাঙ্ক 0.007°C কমে যাবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: