সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত হলেন আনসার গার্ড ব্যাটালিয়নের চৌকস সদস্যবৃন্দ
Автор: Bangladesh Ansar and VDP
Загружено: 2024-11-14
Просмотров: 737
Описание:
গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং স্থাপনার নিরাপত্তায় আনসার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষিত সদস্যবৃন্দের নিরাপত্তা সেবা প্রদানের আরেকটি মাইলফলক স্হাপনের মাধ্যমে সক্ষমতার স্বাক্ষর রেখে চলেছে। আজ UAE (সংযুক্ত আরব আমিরাত) দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত হলেন আনসার গার্ড ব্যাটালিয়নের চৌকস সদস্যবৃন্দ। মহাপরিচালক মহোদয়ের ভিশনারী পদক্ষেপ ও প্রজ্ঞার মাধ্যমে বাহিনীর সক্ষমতার সুবাতাস ইতিমধ্যে বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগামীতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় দেশের মাটি ও মানুষের আকাঙ্খা পুরনে আনসার ও ভিডিপির গর্বিত সদস্যরা যুগোপযোগী ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাহিনী সদর দপ্তরের উর্ধতন কর্মকর্তাবৃন্দ এবং UAE দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
#UAEEmbassy #bangladeshansarvdp #ansarguardbattalion #আনসারবাহিনী #vdp #ansarbattalion
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: