হযরত সুলায়মান (আ.) ও জিনদের আশ্চর্য ক্ষমতা
Автор: Solayman Howlader
Загружено: 2025-11-25
Просмотров: 11
Описание:
in this video - হযরত সুলায়মান (আ.) ও জিনদের আশ্চর্য ক্ষমতা
সুলায়মান (আ.) ছিলেন এমন এক নবী, যাকে আল্লাহ পৃথিবীর অন্য সব রাজা-বাদশাহদের চেয়ে আলাদা মর্যাদা দিয়েছিলেন।
তিনি শুধু মানুষ নন—পাখি, জন্তু-জানোয়ার এমনকি জিনদের ভাষাও বুঝতেন।
আল্লাহ তাঁকে এমন এক রাজত্ব দিয়েছিলেন যেখানে জিন, মানুষ আর বাতাস—সবই তাঁর নির্দেশে চলত।
একদিন সুলায়মান (আ.) তাঁর বিশাল দরবারে বসে আছেন।
চারপাশে হাজারো সৈন্য, মানুষের দল, পাখির দল—আর জিনদের সারি।
দরবারে নীরবতা, সবাই অপেক্ষায়—
ঠিক তখনই তিনি ঘোষণা দিলেন—
“আজ আমি আল্লাহর নেয়ামত হিসেবে তোমাদের প্রত্যেককে কাজে লাগাবো।
যে সঠিক কাজ করবে, সে পুরস্কার পাবে—
আর যে অবাধ্য হবে, সে শাস্তি পাবে।”
এ কথা শুনে জিনদের মাঝে গুঞ্জন শুরু হলো।
কারণ তারা জানত—সুলায়মান (আ.)-এর সামনে কেউ অবাধ্য হতে পারে না।
🔹 একদিন সুলায়মান (আ.) দরবারে বললেন—
“কে নিয়ে আসবে সাবা রাণীর (বিলকিস) বিশাল সিংহাসন?”
এক দানবীয় জিন (’ইফরিত) উঠে দাঁড়াল।
সে ছিল খুব শক্তিশালী।
গম্ভীর কণ্ঠে বলল—
“হে সুলায়মান! আপনি সভা থেকে ওঠার আগেই আমি তা এনে দিতে পারি।”
দরবারে সবাই চুপ হয়ে গেল।
কিন্তু তখন আরেকজন উঠে দাঁড়াল—
সে ছিল একজন মানব, যার কাছে আসমানী জ্ঞান ছিল।
সে বলল—
“আমি চোখের পলক পড়ার আগেই এনে দিতে পারি।”
সুলায়মান (আ.) তাকিয়ে রইলেন।
হঠাৎ চোখের সামনে রাজার সিংহাসন হাজির!
দরবারে উপস্থিত জিন ও মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল।
কেউ ভাবতেই পারেনি—এত দ্রুত সিংহাসন আনা সম্ভব।
সুলায়মান (আ.) আল্লাহর দিকে তাকিয়ে বললেন—
“এ আল্লাহর অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন—
আমি কি কৃতজ্ঞ থাকবো, নাকি অকৃতজ্ঞ হবো।”
এই ঘটনার পর জিনরা বুঝে গেল—
সুলায়মান (আ.)-এর সামনে তাদের শক্তি কিছুই নয়।
তারা তাঁর আদেশে মহাসমুদ্রের নিচে নির্মাণকাজ,
বিপজ্জনক খনিতে কাজ,
আর দুর্লভ রত্ন সংগ্রহ করতে লাগল।
যে জিন অবাধ্য হতো, সুলায়মান (আ.) তাকে শিকলে বেঁধে রাখতেন—
যাতে মানুষের ক্ষতি না করতে পারে।
এইভাবে সুলায়মান (আ.) এমন এক শাসন পরিচালনা করতেন—
যেখানে মানুষ, পাখি, পশু, বাতাস—
এমনকি জিন পর্যন্ত ছিল তাঁর নিয়ন্ত্রণে।
আর তিনি সবসময় বলতেন—
“সমস্ত শক্তি আল্লাহর, আমি শুধু তাঁর একজন বান্দা।”
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: