Rescue of indian rabindranath dash | fisherman | by MV JAWAD |Bangladesh | 2019
Автор: Youtube crafts
Загружено: 2019-07-12
Просмотров: 2556
Описание:
হলদিয়া(ভারত) থেকে কুতুবদিয়ায় (বাংলাদেশ) প্রায় ৬০০ কিলোমিটার ভেসে, ৭ দিন পানিতে ভাসমান এই ভারতীয় জেলে কে জীবিত উদ্ধার করেছে MV JAWAD এর ক্যাপ্টেন এবং তার টিম মেম্বার রা।৭ দিন হালকা বৃষ্টির পানি খেয়ে নিজেকে বাঁচিয়ে রেখেছিল এই জেলে।
Bridge wing এ থাকা অবস্থায় হটাৎ ক্যাপ্টেন স্যার এবং চীফ অফিসার স্যার এর নজরে আসে কেউ একজন ভাসছে জাহাজের port side এ।এর পর সবাই ছুটে গেলে একটা লাইফ জ্যাকেট এবং একটা লাইফবয়া ছুড়ে দেয়া হয়।লো টাইড এর প্রবল স্লোতে লোকটি শুধু মাত্র লাইফ জ্যাকেট টা ধরতে পারে।লাইফবয়া তার নাগালের বাহিরে চলে যায়।পরবর্তীতে পিছন দিকে ৩ নটিক্যাল মাইল দূরে গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়।
Rescue করার পর তার বক্তব্য :
হলদিয়ার অদূরে বাংলাদেশ ভারত সীমান্তে ফিশিং করছিল তারা। হটাৎ ঝড়ের কবলে পড়লে ফিশিং বোট উলটে যায়।বোটের ভিতর ১৫ জনের মধ্যে ১০ জন পানিতে ছিটকে পরে।বোটের ভিতর ৫ জন ছিল তাদের খবর অজানা।সব শেষ আজ সকাল অবধি ৩ জন এক সাথে সারভাইব করে যাচ্ছিল বোটের একটা বিচ্ছিন্ন অংশ ধরে।যাদের মধ্যে ২ জন পানিতে তলিয়ে যায় rescue করার ২/৩ ঘন্টা আগে।এই এক জন কে জীবিত উদ্ধার করা হয়।
নামঃ রবীন্দ্রনাথ দাস
জেলা: দক্ষিন ২৪ পরগানা,ভারত
আলহামদুলিল্লাহ! একটা good team work!
অত্যন্ত ভাল লাগছে এমন একটা rescue team এর এক জন হতে পেরে।
#MVJAWAD #indianFisherman #rabindranathdash
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: