সাইকেলপ্রেমী সারওয়ার ভাইয়ের স্বপ্ন সবসময় ছিল একটি ড্রিম বিল্ড সাইকেল।
Автор: ACTIVE CYCLE
Загружено: 2025-09-21
Просмотров: 427
Описание:
✨ কত জনের কত শখ, কত রকমের ভালোবাসা…
কেউ ভ্রমণে মুগ্ধ, কেউ গাড়িতে, কেউবা আবার বই কিংবা ক্যামেরায়। কিন্তু আমাদের সাইকেলপ্রেমী সারওয়ার ভাইয়ের স্বপ্ন সবসময় ছিল একটি ড্রিম বিল্ড সাইকেল।
আজ সেই স্বপ্ন যেন বাস্তবের রূপ নিচ্ছে। 🖤
একেকটা যন্ত্রাংশ হাতে পাওয়ার সাথে সাথে চোখেমুখে যে আনন্দ, যে তৃপ্তি—তা ভাষায় প্রকাশ করার মতো নয়। ফ্রেম থেকে শুরু করে হুইলসেট, ব্রেক সেট, গিয়ার, ক্র্যাঙ্ক, হ্যান্ডেলবার—প্রতিটি জিনিস আলাদা আলাদা গল্প বলে। সব একসাথে সাজিয়ে তুলবে এক অসাধারণ রাইডিং মেশিন, যেটা শুধু একটা সাইকেল না—বরং একটা আবেগ, এক ভালোবাসার প্রতিচ্ছবি।
অনেকেই ভাবে, একটা সাইকেল মানেই শুধু চলার বাহন। কিন্তু আমাদের কাছে এটা এক ধরনের “ফ্রিডম”—
🚴♂️ এক্সপ্লোরেশনের স্বাধীনতা
🚴♂️ নিজের পরিশ্রমে গতির আনন্দ
🚴♂️ আর মনের ভেতর লুকিয়ে থাকা স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখার সাহস।
সারওয়ার ভাইয়ের এই ড্রিম বিল্ড প্রমাণ করে—
👉 শখ যদি সত্যিকারের হয়, তবে তার জন্য সময়, শ্রম, ভালোবাসা আর ত্যাগ কেউ আটকাতে পারে না।
👉 প্রতিটি যন্ত্রাংশ একত্রিত হয়ে যে মুহূর্তে সম্পূর্ণ বাইকে রূপ নেবে, সেটাই হবে স্বপ্নপূরণের দিন।
আমরা Active Cycle পরিবার থেকে সারওয়ার ভাইকে অভিনন্দন জানাই ❤️
আপনার এই ভালোবাসা আমাদেরও অনুপ্রাণিত করে আরও এগিয়ে যেতে, আরও স্বপ্ন দেখতে।
আপনার স্বপ্নের সাইকেল বানাতে আমরাও পাশে আছি সব সময়।
⸻
📍 ঠিকানা: ৬৮, নবারুণ সোনাপাড়া, উপশহর মেইন রোড, শিবগঞ্জ, সিলেট-৩১০০
📞 মোবাইল: 01716-229987 (💬 WhatsApp)
🗺️ গুগল ম্যাপ: https://maps.app.goo.gl/LMPCo
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: