বিদুৎ বিভাগের গাফিলতির কারণে বিদুৎ পৃষ্ট হয়ে মৃত্যু কাটলীছড়ার এক ব্যক্তির সড়ক অবরোধ ক্ষুব্ধ জনতার
Автор: BNB NEws
Загружено: 2024-06-20
Просмотров: 128
Описание:
Karimganj Hailakandi Silchar
আবারও বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে, বিদুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হলো, কাটলীছড়ার মামদপুর এলাকার এক বাসিন্দার।
এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ।
কাটলীছড়া সমষ্টির মামদপুর দ্বিতীয় খণ্ড ছড়ারপার এলাকার বাসিন্দা, আলা উদ্দিন নামের এক ব্যক্তি বিদ্যুৎ পৃষ্ট হয়ে আজ সকালে মৃত্যু বরণ করেছেন।
জানা গেছে এলাকায় বহুদিন ধরে, এগারো হাজার ভোল্টের একটি বিদুৎ লাইন ঝুলন্ত অবস্থায় ছিলো, এই বিদুৎ লাইন দ্রুত সারানোর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে, জুড়ালো দাবি জানিয়েছিলেন BDSF এর নেতা আহাদ লস্কর, কিন্তু আহাদ লস্করের এই দাবিতে কোনো গুরুত্ব দেয় নি বিদুৎ বিভাগ।
বিদুৎ বিভাগের এই গাফিলতির কারণে, আজ সকাল ৮ ঘটিকার সময় ঝুলন্ত ঐ বিদুৎ লাইনে পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন ছড়ার পারের বাসিন্দা আলা উদ্দিন।
এই ঘটনার কারণে বিদুৎ বিভাগকে দায়ি করে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন স্থানীয় ক্ষুব্ধ জনতা।
এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান কাটলীছড়া সমষ্টির বিধায়ক সুজাম উদ্দিন লস্কর, হত পরিবার কে সরকারি ভাবে চার লক্ষ টাকা সাহায্য করার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুজাম। হত আলা উদ্দিনের দুই পত্র কর্মরত অবস্থায় ব্যাঙ্গালোরে একটি বেসরকারি কোম্পানিতে রয়েছেন, শেষ বারের মত পিতার মূখ দেখতে ব্যাঙ্গালোর থেকে বাড়িতে দুই পূত্র কে আসার ইমারজেন্সি ফ্লাইটের টিকিটের জন্য নগদ অর্থ সাহায্য করেন বিধায়ক সুজাম।
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর, BDSF এর নেতা আহাদ লস্কর সহ রাজনৈতিক ও, অরাজনৈতিক দল সংগঠনের কর্মকর্তারা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিদুৎ বিভাগ কে দায়ী করেন।
উপস্থিত রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্কর এই ঘটনায় গভীর সুখ প্রকাশ করার পাশাপাশি এই ঘটনার জন্য বিদুৎ বিভাগ কে সম্পুর্ন দায়ি করেছেন, হত পরিবার কে সরকারি ভাবে সাহায্য করার জুড়ালো দাবি জানিয়েছেন জহির লস্কর।
BDSF এর নেতা আহাদ লস্কর জানিয়েছেন এই ঘটনায় হত পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে বিদুৎ বিভাগ কে।
এবং হত পরিবার কে ৩০ লক্ষ্য টাকা আর্থিক সহায়তা প্রদান করার দাবি রেখেছেন আহাদ লস্কর।
অবশেষে বিধায়ক সুজাম উদ্দিন লস্করের কথা মত ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন।
ঘটনাস্থলে লালা সার্কেল অফিসার ও লালা থানার ভারপ্রাপ্ত অসি উপস্থিত হয়ে মৃত্যু দেহের ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠিয়েছেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: