মাত্র ৫ টাকা খরচে গ্রহ দোষ থেকে মুক্তি কালী পুজোয় করুন || Acharya Shukadeva
Автор: Yogi Shambhu Nath
Загружено: 2024-10-30
Просмотров: 50
Описание:
মাত্র ৫ টাকা খরচে গ্রহ দোষ থেকে মুক্তি কালী পুজোয় করুন || Acharya Shukadeva
কালী পূজা, শ্যামা পূজা নামেও পরিচিত, দিওয়ালির অমাবস্যা (অমাবস্যা) দিনে অনুষ্ঠিত হয়। দীপাবলির বিপরীতে, যা মূলত দেবী লক্ষ্মীকে উৎসর্গ করে, কালী পূজা দেবী কালীকে সম্মান করে, দেবী দুর্গার অগ্নিমূর্তি। এই শক্তিশালী দেবী খারাপ শক্তির ধ্বংস এবং তার উপাসকদের সুরক্ষার প্রতীক।
Kali Puja also called as Maha Kali Puja, is done to appease Goddess Kali. The main Kali Puja occurs on Diwali night ( Amawasya in the Kartika month )
গ্রহদোষ দূর করতে বদলে ফেলুন কয়েকটি বদভ্যাস, জানুন কী করবেন, কী করবেন না
বিভিন্ন গ্রহ যেমন আমাদের জীবনে শুভ ফল প্রদান করতে পারে, তেমনই গ্রহের অশুভ অবস্থান জীবনে বিপর্যয় নিয়ে আসতে পারে। গ্রহের কুদৃষ্টির ফলে জীবনে নানা সমস্যা দেখা দেয়। দৈনন্দিন জীবনের কয়েকটি অভ্যেস দূর করতে পারলেই গ্রহদোষ দূর করা সম্ভব।
জেনে নিন, নিজের ছোট-খাটো অভ্যাস পরিবর্তনের ফলে কী ভাবে গ্রহ দোষ কাটিয়ে ওঠা সম্ভব—
১. কোনও মন্দির পরিষ্কার করলে বৃহস্পতি শুভ ফল দান করে।
২. অনেকে খাওয়া হয়ে গেলে নিজের এঁটো বাসন সেই স্থানেই ছেড়ে দেন। এর ফলে সাফল্য হ্রাস পায়। এঁটো বাসন তুলে সঠিক স্থানে রাখা উচিত। এর পর যেখানে বসে খাবার খেয়েছিলেন, তা পরিষ্কার করা উচিত। এমন করলে চন্দ্র ও শনি ঠিক থাকে।
৩. বেশি রাত পর্যন্ত জেগে থাকা যে শুধু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তা নয়। বরং এর ফলে চন্দ্রের অশুভ ফল লাভ করে জাতক।
৪. বাইরে থেকে কেউ এলে তাঁকে স্বচ্ছ জল পান করতে দিন। এর ফলে রাহু ঠিক হয় এবং জাতকের জীবনে এই ছায়া গ্রহের কুপ্রভাব পড়ে না।
৫. রান্নার পর রান্নাঘর পরিষ্কার করতে আলস্য করবেন না। কারণ রান্নাঘর নোংরা থাকলে মঙ্গল সমস্যা সৃষ্টি করতে পারে। রান্নাঘর পরিষ্কার রাখলে মঙ্গলের শুভ ফলে বৃদ্ধি সম্ভব।
৬. সকালে ওঠার পর গাছপালাকে জল দিলে বুধ, সূর্য, শুক্র ও চন্দ্র মজবুত হয়।
৭. বাথরুমে অনেকেই কাপড় ফেলে রাখেন। আবার বাথরুম গেলেই জল ছড়িয়ে বা অকারণেই পুরো বাথরুম ভিজিয়ে আসেন। এমন করলে চন্দ্র ভালো ফল দেয় না।
৮. বাড়িতে চটি, জুতো ও মোজা রাখার একটি নির্দিষ্ট স্থান রয়েছে। কিন্তু অনেকেই জুতোর র্যাকে তা গুছিয়ে না-রেখে এদিনক, ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখেন। জাতকের এমন স্বভাবের কারণে তাঁরা শত্রুদের থেকে ঘিরে থাকেন। এমন ব্যক্তিকে শত্রু সর্বদা সমস্যায় ফেলে।
সময়টা খারাপ যাচ্ছে! গ্রহের অশুভ প্রভাব হলে কম খরচে মুক্তির উপায় জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র
গ্রহের অশুভ প্রভাবের ফলে অনেকেই নানা রকম সমস্যার সম্মুখীন হন। গ্রহের এই অশুভ প্রভাব কাটাতে বিনা খরচ বা অল্প খরচে কিছু টোটকার উল্লেখ আছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: