গরুর কুকুরে কামড়ানোর নিজের দেখা বাস্তব অভিজ্ঞতা
Автор: SHAHIN ADL
Загружено: 2025-08-20
Просмотров: 108
Описание:
গরু বা ছাগলকে কুকুর কামড়ালে বিষয়টি খুবই গুরুতর, কারণ এতে রেবিস (হাইড্রোফোবিয়া) বা বিভিন্ন সংক্রমণ ছড়াতে পারে। কুকুরটি পাগলা (রেবিস আক্রান্ত) কিনা তা না জানলেও সবসময় সতর্ক ব্যবস্থা নিতে হবে।
🐄🐐 কুকুর কামড়ানোর পর করণীয় ও চিকিৎসা
1️⃣ তাৎক্ষণিক প্রাথমিক ব্যবস্থা
ক্ষত ধোয়া: কামড়ানোর পর যত দ্রুত সম্ভব ক্ষতস্থানে প্রচুর পরিমাণে সাবান ও পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫ মিনিট ধুতে হবে।
জীবাণুমুক্ত করা: ধোয়ার পরে ক্ষতস্থানে পোভিডন আয়োডিন (Betadine) বা স্পিরিট ব্যবহার করুন।
রক্ত বন্ধ করা: যদি রক্তপাত হয় তবে জীবাণুমুক্ত গজ/কাপড় দিয়ে চাপ দিয়ে রক্ত বন্ধ করুন।
2️⃣ ভ্যাকসিন ও ওষুধ
রেবিস ভ্যাকসিন (Anti-Rabies Vaccine, ARV):
কামড়ের পর পশুকে দ্রুত নিকটবর্তী ভেটেরিনারি হাসপাতালে নিয়ে গিয়ে রেবিস ভ্যাকসিন দিতে হবে।#কুকুরকামড়প্রতিকার#গরুছাগলচিকিৎসা
টিটেনাস টক্সয়েড (Tetanus Vaccine): যদি আগের ৬ মাসের মধ্যে টিটেনাস ভ্যাকসিন না দেওয়া থাকে তবে দিতে হবে।
অ্যান্টিবায়োটিক: সংক্রমণ রোধে ভেট ডাক্তার অ্যামোক্সিসিলিন + ক্ল্যাভুলানিক অ্যাসিড বা অক্সিটেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক দিতে পারেন।
3️⃣ পর্যবেক্ষণ
কামড়ানো কুকুরটির আচরণ অন্তত ১০ দিন পর্যবেক্ষণ করুন (যদি সম্ভব হয়)।
খাওয়া বন্ধ, পানি দেখলে ভয়, অদ্ভুত আচরণ—এগুলো রেবিসের লক্ষণ হতে পারে।
কামড়ানো গরু বা ছাগলকে অন্তত ৬ মাস নজরে রাখুন।
খাওয়া বন্ধ, আচরণ পরিবর্তন, লালা ঝরা, পা টলানো—এমন কিছু হলে দ্রুত ডাক্তার দেখান।
4️⃣ প্রতিকার ও প্রতিরোধ
খামারের আশেপাশে কুকুর প্রবেশ রোধে বাউন্ডারি/ফেন্স দিন।
খামারের নিজস্ব কুকুর থাকলে নিয়মিত রেবিস ভ্যাকসিন দিন।
খামারের বর্জ্য দূরে ফেলুন যাতে ভবঘুরে কুকুর না আসে।
💡 গুরুত্বপূর্ণ:
রেবিস একবার হলে এর কোনো চিকিৎসা নেই—প্রতিরোধই একমাত্র উপায়। তাই কামড়ের পর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করতে হবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: