Basic Concept of Web Page ||Chapter- 4 || Introduction to Web Design & HTML || ICT||HSC ||
Автор: TKG Chemistry Academy
Загружено: 2020-12-14
Просмотров: 142
Описание:
Basic Concept of Web Page ||Chapter- 4 || Introduction to Web Design & HTML || ICT||HSC ||#web_page
ওয়েব পেজের প্রাথমিক ধারণা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
উচ্চ মাধ্যমিক শ্রেণি
তরুণ কুমার গায়েন
Mobile Number: 01705854048
এই পাঠ শেষে শিক্ষার্থীরা-
১. ওয়েবপেজ কী তা বলতে পারবে
২. ওয়েবপেজ ও ওয়েবসাইটের মধ্যে পার্থক্য করতে পারবে
৩. ftp এবং http সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে
৪. ডোমেইন ও হোস্টিং এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে
WWW এর পূর্ণরুপ হলো World Wide Web. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল। WWW কে অধিকাংশ সময়ই ওয়েব নামে ডাকা হয়। ওয়েব হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক। সুতরাং আমরা বলতে পারি, “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব” হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত গতিশীল (Dynamic Interactive) গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে।
তিনটি নতুন প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। যথা-
প্রথমত, HTML (Hyper Text Markup Language) যার দ্বারা ওয়েব পেইজ লেখা হয়।
দ্বিতীয়ত, HTTP (Hyper Text Transfer Protocol) যার দ্বারা Web Server Computer ওয়েব ট্রান্সমিট বা প্রেরণের কাজ সম্পন্ন করে।
তৃতীয়ত, Web browser: যে প্রোগ্রাম ডেটা রিসিভ ও অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে।
১৯৮৯ সালে ইন্টারনেটের http বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটিং সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বণ্টনের জন্য ১৯৯২ সালে Tim Berners-Lee সুইজারল্যান্ডের জেনেভায় mvb©, ECRN (European Center for Nuclear Research) ms¯’vi GKwU প্রKí wn‡m‡e Iqvì© IqvBW I‡qe D™¢veb K‡ib| ১৯৯৩ সালে Mosaic নামক গ্রাফ্রিক্যাল ওয়েব ব্রাউজার আবিষ্কারের এক বছর পর www এর প্রচলন শুরু হয়।
তিনি বেশ কিছু বিদ্যমান ধারণাকে একটিমাত্র ব্যবস্থাতে সংযুক্ত করেন, যাতে সবাই ইন্টারনেটে আরও সহজে তথ্য ব্যবহার করতে পারেন। বার্নাসের বড় অবদান হল তিনি পূর্বতন গোফার সেবায় ব্যবহৃত হাইপারলিংকের ধারণার সাথে মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয়, যা দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
ওয়েব পেজ কী?
ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ( World Wide Web-WWW ) ও ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত। ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেইজ বলে।
ওয়েবসাইট
এক বা একাধিক ওয়েব পেইজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয়। সুতরাং একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েবে প্রথম ঢুকলে যে পেইজটি প্রদর্শিত হয় তাকে হোম পেইজ বলে।
নিজের কম্পিউটার হতে কোনো ফাইল অন্যের কম্পিউটারে(সার্ভারে) প্রেরণকে আপ-লোড বলে।
প্রয়োজনানুযায়ী অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউন-লোড বলে।
ক্লায়েন্ট কম্পিউটার কী?
যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেইজ ব্রাউজ করি তাই ক্লায়েন্ট কম্পিউটার।
সার্ভার কম্পিউটার কী?
ওয়েব পেইজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার।
আইপি অ্যাড্রেস কি ?
বিশ্বের প্রতিটি মানুষের নিজের পরিচয়ের জন্য একটি সুনির্দিষ্ট নাম আছে। এক নামে এক গ্রামে বা দেশে একাধিক লোক থাকতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের জন্যই আলাদা-আলাদা ঠিকানা থাকে। টেলিফোনের ক্ষেত্রে প্রতিটি ফোন সেটের জন্য যেমন একটি নম্বর আছে তেমনি ইন্টারনেটে প্রতিটি কম্পিউটারের জন্য একটি আইডিন্টিটি থাকে যা আইপি (Internet protocol) অ্যাড্রেস নামে পরিচিত।
আইপি (Internet protocol) অ্যাড্রেস প্রকাশের জন্য মোট ৪টি অকটেট ( ৮ বিটের বাইনারী ) সংখ্যা প্রয়োজন। কাজেই সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য ৩২ বিট প্রয়োজন। প্রতিটি অকটেট (.) দ্বারা পৃথক করা হয়। আইপি অ্যাড্রেসকে আবার ৫টি ক্লাসে ভাগ করা যায়।
ব্রাউজার
পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা পরস্পর সংযোগযোগ্য ওয়েবপেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয়। ওয়েব ব্রাউজিং হলো পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন প্রক্রিয়া। ওয়েব ব্রাউজিং এর সাহায্যে ইন্টারনেট থেকে অসংখ্য তথ্য আরোহন সম্ভব। ওয়েব ব্রাউজিং-এর জন্য অনেক সফটওয়্যার রয়েছে। যেমন- Internet Explorer, Opera, Mosaic ইত্যাদি। আইপি নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি পৃথক ঠিকানা থাকে। এ ঠিকানাকে আইপি এড্রেস বলে। ওয়েব পেইজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার।
ডোমেইন নেম
ডোমেইন নেমও হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট এড্রেস বা ওয়েব এড্রেস। ডোমেইন নেম এমন একটি সার্ভার কম্পিউটার যা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে। এই ডোমেইন নেমের মাধ্যমেই সারা বিশ্বের যেকোনো প্রান্তের ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েব সাইট খুঁজে পাবে। সুতরাং আইপি এড্রেসের অনুবাদই হচ্ছে ডোমেইন নেম। যদি একটি ডোমেইন নেম রেজিস্ট্রি করা হয় তবে এটি সারাবিশ্ব হতে একটি ইউনিক আইডেন্টিটি পাবে। অর্থাৎ একই নাম আর কেউ নিতে পারবে না।
হোস্টিং
হোস্টিংকে আমরা অনেকে ওয়েব হোস্টিংও বলে থাকি। সোজা কথায় ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইট আপলোড করার সার্ভার বা কম্পিউটারের হার্ডডিস্কের জায়গা।
Visit My You Tube Channel and Subscribe: TKG Chemistry Academy
/ tkgchemistryacademy
/ @tkgchemistryacademy
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: