January 12, 2024ধনেহরিতে আহলে সুন্নাতের সম্মেলনে মানুষের ঢল ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান
Автор: BARAK NEWS SICHAR
Загружено: 2024-01-11
Просмотров: 20
Описание:
ধনেহরিতে আহলে সুন্নাতের সম্মেলনে মানুষের ঢল
ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান
.
সোনাইর ধনেহরিতে কাছাড় জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের আয়োজিত মহা সম্মেলন জনসমুদ্রে পরিণত হলো। বুধবার ঠাসা কর্মসূচির মাধ্যমে দিন-রাত চলে এই অনুষ্ঠান। জেলা সভাপতি শাহসুফী জমিলুন্নবী চৌধুরী বাগপুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক। তিনি ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে আহ্বান জানান। কোনও সময় মতান্তর হতে পারে, তবে সেটা যেনো মনান্তর না হয় এর প্রতি খেয়াল রাখতে বলেন। মুখ্য আলোচক হিসেবে যোগ দেওয়া বাংলাদেশের মুফতি মওলানা আলাউদ্দিন জেহাদি কোরআন ও হাদিসকে সামনে রেখে তাৎপর্য আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে দরং জেলার মুফতি মুকিবর রহমান আজহারি ও পশ্চিমবঙ্গের আবুল কালাম আজাদ আলোচনা করেন। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উজানডিহির মওলানা সৈয়দ জুনাইদ আহমেদ, বাগাডহরের মওলানা মবরুর আহমেদ, হিজিমের মওলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত, উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক মওলানা ডঃ সৈয়দ আব্দুননুর, প্রাক্তন সাধারণ সম্পাদক মওলানা শামসুজ্জামান চৌধুরী, টান্টুর মওলানা আব্দুল বাসিত, পালংঘাট হাই স্কুলের অধ্যক্ষ মওলানা আনোয়ার উদ্দিন, রংপুরের মওলানা মহি উদ্দিন, জেলা কমিটির দুই কার্যকরী সভাপতি মওলানা মাশুক আহমেদ, মওলানা তাজমুল হক, শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী প্রমুখ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে জামাতের কাজকর্মে সবসময় পাশে থাকার আশ্বাস দেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া। এদিনের অনুষ্ঠানে উলামায়ে আহলে সুন্নাত ও সুফিয়ানে এজামরা একই মঞ্চ থেকে জামাতের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। এদিন জেলা কমিটির তরফে সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হয়। আগামীদিনের জামাতের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনাও শোনানো হয়।
এদিনের সম্মেলনের অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সম্পাদক মওলানা নাজির হোসেন মজুমদার, সাংগঠনিক সম্পাদক এম মকসুদ আহমেদ বড়ভুইয়া, হাফিজ আব্দুল হক, মজবুল হক লস্কর, মওলানা সাবির হোসেন চৌধুরী ও পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম লস্কর, সম্পাদক রাজীব বড়লস্কর সহ অন্যান্যরা। এদিনের আহলে সুন্নাতের সম্মেলনে অর্ধ লক্ষাধিক ধর্মপ্রাণ লোকের সমাগম ঘটে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: