সুনামগঞ্জ সীমান্তে মেঘালয়ের পাদদেশে ডলুরা শহীদ মিনার ও স্মৃতিসৌধ।
Автор: এস এম মিডিয়া
Загружено: 2024-07-25
Просмотров: 301
Описание:
সুনামগঞ্জ সীমান্তে মেঘালয়ের পাদদেশে ডলুরা শহীদ মিনার ও স্মৃতিসৌধ।
#ডকুমেন্টারি #স্মৃতিসৌধ#শহীদ মিনার#দর্শনীয় #১৯৭১ স্বাধীনতা যুদ্ধে শহীদদের সমাধি#স্বাধীনতা যুদ্ধে শহীদ মিনার #
সুনামগঞ্জ সদর জাহাঙ্গীরনগর ইউনিয়নের সীমান্তবর্তী ডলুরা শহীদ মিনার ও স্মৃতিসৌধ এখানে স্বাধীনতা যুদ্ধে ৪৮ জন বীর সেনাকে সমাহিত করা হয়। এ শহীদ মিনারের গোরা পত্তন হয় বীর মুক্তিযোদ্ধা মন্তাজ মিয়াকে সমাহিত করার মধ্য দিয়ে। আর এই ভূমিকা পালন করেন। আনসারের এক সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ওরফে মধুমিয়া। একে একে অন্যান্য শহীদদেরকেও এই শহীদ মিনারে সমাহিত করা হয়।
২০০৫ সালে মধু মিয়া মারা যান এবং তাকেও এই শহীদ মিনারে সমাহিত করা হয়। এই শহীদ মিনার কে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা মধু মিয়ার অবদান বলে শেষ করা যাবে না। মুক্তিযোদ্ধা পরিবার এবং সাধারণ মানুষের একটাই দাবি মঙ্গলকোটা বাজার থেকে ডলুরা শহীদ মিনার পর্যন্ত রাস্তাটি যেন মুক্তিযোদ্ধা মধুমির নামে নামকরণ করা হয়।
ডলুরা শহীদ মিনার ও স্মৃতিসৌধ দেখতে আসতে হলে আপনাদেরকে সুনামগঞ্জ শহর থেকে চাঁদনী ঘাট দিয়ে নদী পার হয়ে ইব্রাহিমপুর ঘাটে এসে মোটরসাইকেল সিএনজি অথবা অটো রিক্সায় চড়ে আপনারা সরাসরি শহীদ মিনার প্রাঙ্গণে আসতে পারেন।
শহীদ মিনারের পাশে রয়েছে বর্ডার হাট। আপনারা যদি প্রতি মঙ্গলবারে আসেন তাহলে একসঙ্গে দু'টোই দেখে যেতে পারেন কারণ মঙ্গলবারে সাপ্তাহিক বর্ডার হাটবার। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বর্ডার হাট খোলা থাকে। শহীদ মিনারের পাশে রয়েছে ধোপাজান বা চলতি নদী। বিশাল এই নদীর বালিয়াড়িতে সৌন্দর্য উপভোগ করার মতো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: