চুলকানি রোগ স্ক্যাবিস—কারণ, প্রতিকার ও বাসার সবাইকে কেন চিকিৎসা দরকার | Dr. Nobel, MBBS, BCS
Автор: Dr. Nobel
Загружено: 2025-10-03
Просмотров: 9709
Описание:
চুলকানি রোগ স্ক্যাবিস (Scabies) এখন বাংলাদেশে খুবই সাধারণ একটি সমস্যা, বিশেষ করে মাদ্রাসা বা গাদাগাদি পরিবেশে। এটি একটি সংক্রামক চুলকানি রোগ, যা মাইটের কারণে হয়। রাতের বেলা প্রচণ্ড চুলকানি, আঙুলের ফাঁকে ও শরীরের ভাঁজে ছোট ছোট ফোঁড়া বা পুঁজ হলে বুঝতে হবে এটি স্ক্যাবিস।
👉 চিকিৎসার মূল পদ্ধতি:
✅ পারমিথ্রিন লোশন: রাতে গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে লাগাতে হবে (১ ইঞ্চিও বাদ দেওয়া যাবে না),
✅ সকালে গোসল করতে হবে। ৭ দিন পরে আবার ব্যবহার করতে হবে।
✅ ঘরোয়া উপায়: হলুদের গুঁড়ো অথবা নিমপাতার পেস্ট ব্যবহার করলে উপশম পাওয়া যায়।
✅ ঔষধ: প্রয়োজনে এন্টিবায়োটিক, এন্টিহিস্টামিন বা আইভারমেকটিন ডাক্তারি পরামর্শে ব্যবহার করা হয়।✅ খুব জরুরি: যিনি আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে পরিবারের সবাই বা সংস্পর্শে থাকা সবাইকেও একই চিকিৎসা নিতে হবে।
✅ কাপড়চোপড়: বিছানা, বালিশ, চাদর, কাপড় সব গরম পানিতে ধুয়ে ফেলতে হবে, না হলে আবার ফিরে আসবে।
#স্ক্যাবিস #চুলকানি #চুলকানিরোগ #ScabiesTreatment #SkinCareBangla #Permethrin #নিমপাতা #হলুদেরগুঁড়ো #DrNobel #HealthTipsBangla #ScabiesBangladesh #SkinInfection #চুলকানিচিকিৎসা #ঘরোয়াউপায় #ScabiesRemedy #ItchingSolution #SkinHealth #SkinProblemBangla
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: