পারস্যের পাঁচ জন আগন্তুক !! পাঁচ পীরের দরগাহ !! Five visitors to Persia!! Dargah of Panch Pir
Автор: Hasib howlader Vlogs
Загружено: 2022-09-17
Просмотров: 28
Описание:
পাঁচ পীর বলতে পাঁচ জন ধর্মীয় ব্যাক্তিকে বোঝানো হয়। কারো কারো ধারণা যে, তারা পারস্য থেকে এসেছিলে, তবে এই পাঁচ পীরের পরিচয় নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। বিভিন্ন স্থানে পাঁচ পীরের বিভিন্ন তালিকা পাওয়া বিভিন্ন তালিকা পাওয়া গেছে কিন্তু এ তালিকাগুলোতে মূলত স্থানীয় পীরদের নাম রয়েছে। তবে ‘গাজী মিয়া’র নামটি সকল তালিতেই রয়েছে, যদিও এই গাজী মিয়া কে তাও জানা সম্ভব হয় নি। যেহেতু ধর্মযুদ্ধে মৃত্যু বরণকারীদের শহীদ এবং বিজয়ীদের গাজী বলা হয় এবং গাজী উপাধী সাহসিকতা ও বীরত্বের প্রতীক ছিল, তাই গ্রামের দরিদ্র জনগণ ক্ষমতার প্রতীক হিসেবে পাঁচ পীরের বন্দনা করত এবং তাঁদের নিরাপদ আশ্রয় প্রার্থনা করত।
সোরারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ভাগলপুর গ্রামে "পাঁচ পীরের দরগাহ" নামক একটি দরগাহও রয়েছে। দরগাহটি তাজমহলের আদলে নির্মিত, তবে দরগাহটি কখন স্থাপিত হয় তা কেউ জানে না। দরগাহর পাশে একটি মসজিদ থাকলেও মসজিদটির গায়ে নির্মাণের তারিখ সংবলিত কোনো লিপি সংস্থাপিত নেই, তবে ধারণা করা যায় যে, এই দরগাহ এবং মসজিদ চতুর্দশ শতকে নির্মাণ করা হয়েছে। দরগাহ এবং মসজিদ কোনটিই পরবর্তীতে সংস্কার করা হয় নি। সেখানে সমজিদ সংলগ্ন কয়েক বিঘা জমি রয়েছে। বর্তমানে সেখানে একটি মাদ্রাসা তৈরি করার পরিকল্পনা আছে।
MY Fb Page: / hasibhrvlogs4.0
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: