এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সাইক্লোন ডবল ফ্যান ও ডাবল নেট ধান মাড়াই মেশিন ডেলিভারি
Автор: MR Engineering Workshop
Загружено: 2025-10-08
Просмотров: 314
Описание:
আলহামদুলিল্লাহ আমাদের এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আরো একটি সময়ের উপযোগী সাথে আধুনিক সাইক্লোন ডবল ফ্যান ও ডাবল নেট ধান মাড়াই মেশিন 36 গোলায় মডেলের প্রিয় কৃষক ভাই ও সম্মানিত গ্রাহক বৃন্দ আমাদের এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তৈরি প্রতিটি ধান মাড়াই মেশিনে থাকতে উন্নত প্রযুক্তি ব্যবহার, শক্তিশালী বডি, সহজে ব্যবহারযোগ্য ডিজাইন এবং দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা। অটো গোলায় 36 মডেলের এই ধান মাড়াই মেশিনটি দিয়ে খুব অল্প সময়ে এবং স্বল্প খরচে ধান মাড়াই করা সম্ভব হয়। এতে থাকছে উচ্চগতির ফ্যান, শক্তিশালী ডাবল নেট সিস্টেম এবং নিখুঁতভাবে মাড়াই করার সুবিধা। ডাবল নেট, যা দিয়ে খুব সহজে শুকনো এবং ভেজা ধান মাড়াই করার সুবিধা পাওয়া যায়। এই এক মেশিনে ৭ রকমের জিনিস মাড়াই করা যায়, যেমন:ধান, গম, সরিষা,তিল,তিশি, ধনা এবং সকল প্রকারের কালাই মাড়াই করা যায়। আমরা সব সময় চেষ্টা করি আমাদের কৃষক ভাইদের সাশ্রয়ী দামের সর্বোচ্চ ভালো মানের ধান মাড়ায় মেশিন দিতে। এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রতিটি পণ্যে আমরা দিয়ে থাকি বিশেষ সার্ভিসের সুবিধা। আমরা সারাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিদিনই আমাদের ধান মাড়াই মেশিন ডেলিভারি হচ্ছে। আপনিও চাইলে এখনই যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের ধান মাড়াই মেশিন বুকিং করার জন্য, ঠিকানা:এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নজিপুর কাঁচা বাজারের উত্তর পাশে ধামইর রোড পত্নীতলা নওগাঁ, প্রোপাইটার :মো:রবিউল ইসলাম। মোবাইল নাম্বার :
01723 772698। আপনারা আরো যে সকল মেশিন আমাদের কারখানাতে পাবেন, ভুট্টা মারাই মেশিন ফোল্ডিং ডিজিটাল, খড় কাটা মেশিন, ঘাস কাটা মেশিন, জৈব সার আলাদা করার মেশিন।
এম আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৃষকের সেবায়, কৃষকের পাশে থাকবে সারাক্ষণ। উপরওয়ালা আমাদের সবাইকে সহায় হোন, ধন্যবাদ।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: