কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন? জেনে নিন তওবার সঠিক পদ্ধতি || মিজানুর রহমান আজহারী
Автор: Call to Dawah
Загружено: 2025-10-29
Просмотров: 18
Описание:
আমরা সবাই জীবনের কোনো না কোনো সময়ে ভুল করি। কিন্তু সেই ভুলের জন্য হতাশ না হয়ে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই একজন মুমিনের কাজ। আল্লাহ তায়ালা কুরআনে বলেন — “হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।” (সূরা আয-যুমার: ৫৩)।
আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে প্রথমে অন্তর থেকে সত্যিকারের অনুতপ্ত হতে হবে। শুধু মুখে “আস্তাগফিরুল্লাহ” বলাই যথেষ্ট নয়, বরং মনে দৃঢ় ইচ্ছা রাখতে হবে যে আর কখনও সেই গুনাহের পথে ফিরে যাব না। তওবা কবুল হওয়ার অন্যতম শর্ত হলো—
১️⃣ গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া,
২️⃣ তা সঙ্গে সঙ্গে ত্যাগ করা,
৩️⃣ এবং ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করা।
যদি গুনাহ কারও হক সম্পর্কিত হয়, তাহলে তার কাছে ক্ষমা চাওয়া বা প্রাপ্য ফেরত দেওয়াও জরুরি। রাতে ঘুমানোর আগে প্রতিদিন নিজের ভুলগুলোর হিসাব নেওয়া, আল্লাহর কাছে কেঁদে তওবা করা, আর নামাজের পরে “আস্তাগফিরুল্লাহ” বারবার বলা— এগুলো ক্ষমা প্রার্থনার চমৎকার উপায়।
মনে রাখবেন, আল্লাহর রহমত অসীম। আপনি যত বড় গুনাহগারই হোন না কেন, যদি সত্যিকারের তওবা করেন, আল্লাহ আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। আল্লাহ ভালোবাসেন সেই বান্দাকে, যে গুনাহ করার পর তাঁর দিকে ফিরে আসে। তাই আজ থেকেই শুরু করুন— অন্তর থেকে বলুন, “হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আপনি পরম দয়ালু।”
👉 ইসলাম সম্পর্কে জানুন, শিখুন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিন।
📢 ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
#ক্ষমা #তওবা #আল্লাহররহমত #ইসলামিকভিডিও #ইমান #আস্তাগফিরুল্লাহ #দোয়া #ইসলাম #ইসলামিকউপদেশ #আল্লাহ #মুমিন #আখিরাত #ইসলামিকশিক্ষা #ইসলামিকমোটিভেশন #Quran #Hadith #Muslim #Forgiveness #Tawba #IslamicReminder
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: