টমেটোর ফুল থেকে ফল ধরবে তো! জেএন্ডএ এগ্রো।।
Автор: J&A AGRO
Загружено: 2025-11-02
Просмотров: 21
Описание:
টমেটোর ফুল থেকে ফল ধরবে তো!!
টমেটোর ফুল থেকে ফল ধরাতে (ফুল ঝরে না গিয়ে ফল ধরার জন্য) কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলতে হবে:
🌼 ১. পরাগায়ন (Pollination) নিশ্চিত করা:
প্রাকৃতিক পরাগায়ন: টমেটোর ফুলে নিজেই পরাগ থাকে, তবে হালকা বাতাস বা মৌমাছি থাকলে ফল ধরার হার বাড়ে।
👉 প্রতিদিন সকালে গাছ হালকা ঝাঁকিয়ে দিলে পরাগ ছড়িয়ে পরাগায়ন ভালো হয়।
হাত দিয়ে পরাগায়ন: ছোট ব্রাশ বা কটন ব্যবহার করে এক ফুল থেকে অন্য ফুলে পরাগ ছড়িয়ে দিতে পারেন।
☀️ ২. তাপমাত্রা ও আবহাওয়া:
সঠিক তাপমাত্রা:
দিনে: ২৫–৩০°C
রাতে: ১৮–২২°C
❌ তাপমাত্রা ৩৫°C এর বেশি বা ১৫°C এর নিচে হলে ফুল ঝরে যায়, ফল ধরে না।
অতিরিক্ত বৃষ্টি বা গরমে ছায়া জাল (shade net) ব্যবহার করলে ভালো হয়।
💧 ৩. সঠিক পানি ও সার ব্যবস্থাপনা:
নিয়মিত পরিমিত পানি দাও — অতিরিক্ত বা কম পানি দিলে ফুল ঝরে যেতে পারে।
ফুল ফোটার সময় নিচের সারগুলো দিতে পারবেন (লিটার প্রতি পানিতে মিশিয়ে স্প্রে):
বোরন (Borax 1g/L) — পরাগায়নে সাহায্য করে।
পটাশ সার (MOP বা SOP 2g/L) — ফল ধরাতে ও বড় করতে সাহায্য করে।
NPK 19:19:19 (2g/L) — ফুল ও ফল বৃদ্ধিতে সহায়ক।
🍅 ৪. হরমোন স্প্রে:
টমেটোর ফল ধরানোর স্প্রে:
Planofix (NAA 4.5%) — প্রতি ১ লিটার পানিতে ১ মিলি মিশিয়ে ফুল ফোটার সময় স্প্রে করতে হবে।
এটি ফুল ঝরা কমায় ও ফল ধরায় সাহায্য করে।
🌿 ৫. রোগ ও পোকার দমন:
ফুলের সময় থ্রিপস, হোয়াইটফ্লাই বা ব্লসম এন্ড রট হলে ফল ধরে না।
👉 ইমিডাক্লোপ্রিড (Imidacloprid 1ml/L) বা স্পিনোসাড (Spinosad 1ml/L) স্প্রে করতে পারো।
👉 ক্যালসিয়াম নাইট্রেট (2g/L) স্প্রে করলে ফলের গঠন মজবুত হয়।
ফেসবুক পেজ লিংক:
/ 1ag2cmvf76
ইউটিউব চ্যানেল লিংক:
/ @jandaagro
হোয়াটসঅ্যাপ লিংক:
https://whatsapp.com/channel/0029Vb5C...
X (টুইটার) লিংক:
https://x.com/mjewelislam86?s=09
ইন্সটাগ্রাম লিংক:
/ jewel.islam.585
হিকমাহ পেজ লিংক:
https://hikmah.net/@jandaagro
থ্রেটস্ লিংক:
https://www.threads.com/@jewel.islam.585
ধন্যবাদান্ত-
মোঃ জুয়েল ইসলাম
প্রতিষ্ঠাতা ও পরিচালক
J&A AGRO/ জেএন্ডএ এগ্রো
আরাজী পলাশবাড়ী, কুড়িগ্রাম।
মোবাইল: ০১৭১২-৭৪৪৬৫৬
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: