সম্পদে ভরপুর হাতিয়া দ্বীপ !! পাল্টে দেবে বাংলাদেশের অর্থনৈতিক চিত্র !
Автор: Bangla Today
Загружено: 2021-07-04
Просмотров: 5808
Описание:
সম্ভাবনার নতুন দিগন্ত হাতিয়া। মেঘনার বুকে বিশাল ভূমি। রহস্যময় এক দ্বীপ হাতিয়া। সম্পদে ভরপুর হাতিয়ার রয়েছে অফুরন্ত সম্ভাবনা। রয়েছে হাজারও সমস্যা। প্রমত্তা মেঘনা আর বঙ্গোপসাগরের মিলনের বিশাল জলরাশির প্রচণ্ড দাপটের মুখে গড়ে ওঠা খনিজ ও প্রাণিজ সম্পদ আর হাজারো রকম উদ্ভিদে ভরপুর এক দ্বীপ হাতিয়া। যেন সাগরের বুকে আরেক খণ্ড বাংলাদেশ।
সরকারি হিসেবে নোয়াখালীর আয়তন ৪২০২ বর্গকিলোমিটার। এরমধ্যে শুধুমাত্র হাতিয়া উপজেলার আয়তন ২১০০ বর্গকিলোমিটার। অর্থাৎ নোয়াখালীর অপর ৮টি উপজেলার আয়তনের সমান হাতিয়া উপজেলা। অর্থাৎ হাতিয়া উপজেলার আয়তন দেশের ছোট আকারের কয়েকটি জেলার আয়তনের সমান। এছাড়া আগামীতে সাগরের বুকে যে পরিমাণ ভূমি জাগছে সেটা হবে দেশের জন্য আরও চমক।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: