পহেলা বৈশাখ উপলক্ষে আদিবাসী দুঃস্থ মানুষদের খাদ্য বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা
Автор: SAMYAJIT NEWS
Загружено: 2023-04-14
Просмотров: 73
Описание:
বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি ১ লা বৈশাখ উপলক্ষ্যে ৬০ উর্দ্ধ ৫৫জন আদিবাসী দুঃস্থ মানুষদের বিনামূল্যে নতুন বস্ত্র ও মধ্যাহ্নভোজন প্রদান করলো। ডায়েটিশিয়ান অরুনিমা লাহা ও লাবনী ভট্টাচার্য সকলের স্বাস্হ্য পরীক্ষা করে পরামর্শ প্রদান করেন।। সোসাইটি সভাপতি সুনন্দা প্রামানিক ও সম্পাদক প্রলয় মজুমদার বৃদ্ধ বয়সের সমস্যা ও খাদ্যের মাধ্যমে রোগ মুক্তির উপায় সম্পর্কে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি বর্ধমান যোগ সার্কেলের কর্নধার প্রনব কুমার রক্ষিত মহাশয় জানান, আদিবাসী মা বাবাদের সহজ সরল ও কর্মতৎপর জীবনে আলাদা করে যোগ ব্যায়ামের দরকার নেই বললেই চলে। স্বভাব সুলভ সহজপাচ্য খাদ্যাভ্যাস আদিবাসী মা বাবাদের আরোও সুস্থ রাখে।
কল্পনা বাইন,বাহা মুর্মু, স্বপন মান্ডি, শান্তি তুরি প্রমুখরা জানান, নতুন বছরের শুরুতে এমন উপহার পেয়ে তারা খুব খুশি। বিশেষজ্ঞদের পরামর্শ পেয়ে সকলেই ভীষন সন্তোষ প্রকাশ করেন।
সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার জানান, সকল সম্প্রদায় সকল শ্রেনীর মানুষের ভূমিকা আছে আমাদের চলার পথে ।তাই সকলে একসাথে ভালো থাকবো।
অনুষ্ঠানে সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মেমারি কলেজের শিক্ষক রাজকুমার ঘোষ, চৈতালি ঘোষ, ঐন্দ্রিলা সাধু খাঁ, সুদীপ দাস, দেবশ্রী পাল,সৌমি সাহা,দ্যুতি কোঙার, মনীষা মন্ডল প্রমুখরা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: