মালয়েশিয়ায় কলিং ভিসা চালু, সতর্ক থাকুন প্রতারণা থেকে | | Malaysia Visa Information
Автор: সুদক্ষ - Sudokkho
Загружено: 2025-05-05
Просмотров: 735
Описание:
মালয়েশিয়ায় কলিং ভিসা চালু, সতর্ক থাকুন প্রতারণা থেকে | | Malaysia Visa Information
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য বহুল প্রত্যাশিত কলিং ভিসা আবারও চালু হয়েছে। এতে করে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে দেশের হাজার হাজার শ্রমজীবী মানুষের জন্য, যারা বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে মালয়েশিয়ার মতো শ্রমবাজারমুখী দেশে যেতে আগ্রহী।
সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস মালয়েশিয়ায় নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমানের সঙ্গে এক বৈঠকে মাল্টিপল-এন্ট্রি ভিসা ইস্যুর অনুরোধ করেন। তিনি বলেন, “বাংলাদেশি কর্মীরা যেন একটি নির্দিষ্ট সময় পর নিজ দেশে ফিরে আবারও কর্মস্থলে ফিরতে পারেন, সে ব্যবস্থা থাকা জরুরি।” মালয়েশিয়ান কর্তৃপক্ষও বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
চলুন এই পদক্ষেপের তাৎপর্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
মালয়েশিয়ার শ্রমবাজারে দীর্ঘদিন ধরেই বাংলাদেশি কর্মীদের চাহিদা রয়েছে। বিশেষ করে কৃষি, নির্মাণ ও সেবাখাতের অনেক কাজেই দক্ষ বা অদক্ষ বাংলাদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। কলিং ভিসা চালু হওয়ায় নতুন করে কর্মীদের নিয়োগের সুযোগ তৈরি হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ দেশের বৈদেশিক রেমিট্যান্স প্রবাহে বড় প্রভাব ফেলবে।
মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু হলে, কর্মীরা প্রয়োজনে দেশে ফিরে আবার মালয়েশিয়ায় ফিরে যেতে পারবেন। এতে কর্মীদের পারিবারিক সম্পর্ক রক্ষা এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। পাশাপাশি মালয়েশিয়ান নিয়োগদাতাদের কাছে বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থাও বাড়বে।
তবে, অতীতে কলিং ভিসা নিয়ে অনেক প্রতারণার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের মে মাসে মালয়েশিয়ার শ্রমবাজারে যোগ দিতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক প্রতারণার শিকার হন। ভুয়া এজেন্টদের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল। ভিসা ও কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের মালয়েশিয়া পাঠানো হলেও অধিকাংশই নির্ধারিত কাজ বা প্রতিষ্ঠান পাননি।
এই ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। মালয়েশিয়ার ভেতরেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। কুয়ালালামপুর বিমানবন্দরে হাজারো বাংলাদেশি শ্রমিকের ভিড় ও বিশৃঙ্খলার দৃশ্য মালয়েশিয়ান গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। পরবর্তীতে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (MACC) ও বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে তদন্ত শুরু করে। মালয়েশিয়ার হাই কমিশনের দুই কর্মকর্তা ভিসা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তদন্তাধীন রয়েছেন।
Keyword:
মালয়েশিয়া কলিং ভিসা,মালয়েশিয়া কলিং ভিসার দারুন সুখবর,মালয়েশিয়া ভিসা,malaysia bangla news,মালয়েশিয়া কলিং ভিসা কবে চালু হবে,malaysia probasi,মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নাকি বন্ধ,malaysia probasi news,মালয়েশিয়ার কলিং ভিসার নতুন খবর,malaysia,malaysia immigration,todaybanglahd malaysia,malaysia visa from bangladesh,কলিং ভিসা,malaysia working sector,malaysia probasi khobor,rehairing malaysia,malaysian news for bangladeshi,malaysia probasi adda
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: