ফিলিপাইনের কালো আখ রোপন ও পরিচর্যা। চারা কোথায় পাবেন?
Автор: Gardening Tips and Tricks
Загружено: 2022-02-21
Просмотров: 12574
Описание:
ফিলিপাইনের কালো আখ রোপন ও পরিচর্যা। চারা কোথায় পাবেন?
আখ চাষ এর আধুনিক পদ্ধতি ১১০০০০ টাকা আয় করেন সাতক্ষিরা সদর উপজেলার বেতলা গ্রামের কৃষি উত্যাক্তা কবিরুল ১০ কাটা জমিতে আখ চাষ করেন। - Sugarcane Cultivation. আখ আমাদের দেশের একটি জনপ্রিয় অর্থকরী ফসল। চিনি, গুড় ও চিবিয়ে খাওয়ার জন্য আখ চাষ করা হয়ে থাকে। আখকে বলা হয় চিনি উৎপাদনের মূল ফসল। আখের রসে প্রচুর পুষ্টিগুণ রয়েছে যেমন: ক্যালরি, শর্করা, আমিষ চর্বি, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহর পাশাপাশি রিবোফ্লোবিন এবং ক্যারোটিন। বর্তমানে চাহিদার তুলনায় আখ উৎপাদন অনেক কম হওয়াই বাজারে সবসমই দাম বেশি থাকে। বেশি দাম ও বাজারে প্রচুর চাহিদা থাকার কারণে সারা দেশে বৃদ্ধি পাচ্ছে চিবিয়ে খাওয়া আখের চাষ। যথাযথ যত্ন এবং আধুনিক পদ্ধতিতে চাষ করলে অন্য যে কোনো ফসলের তুলনায় চিবিয়ে খাওয়া আখ থেকে অধিক মুনাফা উপার্জন করা সম্ভব।
চারা কোথায় পাবেন?
• ফিলিপাইনের কালো আখের দাম কত? কোথায় পাবেন?
প্রথম কমেন্টে মোবাইল নাম্বার।
ফিলিপাইনের কালো আখের চারা। ফিলিপাইনের কালো আখ রোপন পদ্ধতি। সবথেকে নরম আখ। মিষ্টি আখ রোপন পদ্ধতি।
আখের ভালো জাত।
চারার জন্য যোগাযোগ করুন
Whatsapp-01707681944
Farmer-01787891595
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: