নাভারা ২৮ এসসি কোন কোন ফসলে ব্যবহার করবেন
Автор: আমরা কৃষক
Загружено: 2024-03-18
Просмотров: 8606
Описание:
নাভারা ২৮ এসসি কোন কোন ফসলে ব্যবহার করবেন #আমরা_কৃষক
নাভারা®️ ২৮ এসসি কি?
নাভারা®️ ২৮ এসসি প্রতিরোধক, প্রতিকারক, রোগ দূরীকরণ ও ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন সিস্টেমিক ছত্রাকনাশক এজোক্সিস্ট্রোবিন এবং প্রতিরোধক, প্রতিকারক ও উচ্ছেদক (ইরাডিক্যান্ট) ক্রিয়াসম্পন্ন সিস্টেমিক ছত্রাকনাশক সিপ্রোকোনাজল এর সংমিশ্রণে তৈরী। এর প্রতি লিটারে ২০০ গ্রাম এজোক্সিস্ট্রোবিন এবং ৮০ গ্রাম সিপ্রোকোনাজলের সক্রিয় উপাদান রয়েছে।
নাভারা®️ ২৮ এসসি কিভাবে কাজ করে?
একটি বহুমুখী ক্রিয়াসম্পন্ন ছত্রাকনাশক, তাই ইহা ফসলে রোগের আক্রমণের পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে। ফসলে ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক রোগ দূরীকরণ ও ইরাডিক্যান্ট ক্রিয়ার মাধ্যমে রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট করে। এছাড়া নাভারা ট্রান্সল্যামিনার ক্রিয়াসম্পন্ন হওয়ায় ফসলে স্প্রে করার পরে সহজে পাতার উপর পার্শ্ব থেকে নিম্ন পার্শ্বে পরিবাহিত হতে পারে। ফলে উভয় পার্শ্বের রোগ জীবাণু সহজে নিয়ন্ত্রিত হয়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: