স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের সার্বিক সহযোগিতায় ও লায়ন্স ক্লাব অব চিটাগং আজ ০৬ মার্চ ২০২১
Автор: Aminul Sabouj
Загружено: 2021-03-06
Просмотров: 91
Описание:
২৫ বছরে ৪০ হাজার মানুষকে চক্ষু চিকিৎসাসেবা প্রদান
সন্দ্বীপে দুই দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির উদ্বোধন
অধ্যক্ষ মুকতাদের আজাদ খান
স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের সার্বিক সহযোগিতায় ও লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের উদ্যোগে হারামিয়া মালেক মুন্সির বাজার সংলগ্ন স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালে আজ ০৬ মার্চ ২০২১, শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্দ্বীপে দুই দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির ও বিনামুল্যে চক্ষু অপারেশন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মাহফুজুর রহমান মিতা এম.পি মহোদয় ধারাবাহিকভাবে উক্ত আয়োজনের লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপকে ধন্যবাদ জানান। একই সভায় তিনি আরও জানান গুপ্তচরা টু কুমিরা নৌ-রুটে নির্বিগ্নে যাতাযাতে শীঘ্রই একটি আধুনিক জাহাজ সংযোজিত হবে।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন-ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজ্জাকুল হায়দার মঞ্জু।
সভাপতির বক্তব্যে লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের প্রেসিডেন্ট সাখাওয়াত উল্লাহ বলেন-আজ ০৬ মার্চ শনিবার ও আগামীকাল ০৭ মার্চ রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ চক্ষু শিবির চলবে। শিবিরে বাছাইকৃত রোগীদের চশমা ও ড্রপ প্রদান করা হবে। এছাড়া রোগের ধরন অনুযায়ী ছানি ও নেত্রনালী সমস্যা সংক্রান্ত রোগীদের চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হবে। স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের অর্থায়নে উক্ত চিকিৎসাসেবার সার্বিক তত্বাবধানে থাকবেন লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপ।
তিনি আরও জানান ১৯৯৬ সালে শুরু হওয়া এ চক্ষু শিবিরের মাধ্যমে বিগত ২৫ বছরে ৪০ হাজারের অধিক চক্ষু রোগীকে বিনামুল্যে সেবা প্রদান করা হয়েছে। যেসকল মানবিক কৃতি মানুষের উদ্যোগে এ চক্ষু শিবির যাত্রা শুরু করেছিল তাদের অন্যতম লায়ন মরহুম সামছুল কিবরিয়া, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন অ্যাডভোকেট নূরুল আলম, লায়ন আলী হায়দার চৌধুরী বাবলু, লায়ন আলহাজ ফোরকান উদ্দিন আহমদ, লায়ন অ্যাডভোকেট ইমলাক, লায়ন অ্যাডভোকেট এম.এ বারী, লায়ন অ্যাডভোকেট কফিল উদ্দিন প্রমুখ।
তিনি উল্লেখ করেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ধারাবাহিকভাবে শীতবস্র বিতরণ, খতনা ক্যাম্প, এতিমদের মাঝে খাদ্য বিতরণ, শিক্ষাসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বিগত দীর্ঘ্য ২৫ বছরে লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের ফ্রি চক্ষু শিবিরে যে সকল প্রচার বিমুখ দানশীল ব্যক্তিত্ব পৃষ্ঠপোষকতা করেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
দুই দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক লায়ন মোঃ নাছির উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন-স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতালের ট্রাস্টি সদস্য খায়রুল মোস্তফা, লায়ন অ্যাডভোকেট এম. এ বারী, মাইটভাঙ্গা ইউপি চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান, লায়ন অ্যাডভোকেট শাহাদাত হোসেন, লায়ন জাহাঙ্গীরুল ইসলাম সেন্টু, লায়ন আবদুল কাদের প্রমুখ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: