আলমডাঙ্গা খাদিমপুর সাধুসঙ্গ উদ্বোধনে শরীফ
Автор: ATVNEWS24
Загружено: 2025-11-05
Просмотров: 26
Описание:
আলমডাঙ্গার খাদিমপুরে সাধু সংঘের উদ্বোধন, আজ সমাপনী অনুষ্ঠান
আলমডাঙ্গা প্রতিনিধিঃআলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে শুভ সাধু সংঘ ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উদ্বোধন করা হয় আজ বুধবার পূর্ণ সেবার মাধ্যমে সমাপ্ত হবে।
হক নাম ভরসা, জয় গুরু, জয় লালন, জয় বাউল সম্প্রদায়, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, সত্য বল সুপথে চল ওরে আমার মন - এই স্লোগানে মুখরিত ছিল পুরো সাধুবাগান লালন সাংস্কৃতিক আশ্রম প্রাঙ্গণ।
তোফাজ্জেল শাহ্র মা-এর ওফাত দিবস ও গুরু স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে ফকির সানোয়ার শাহের নীতিমালার আলোকে সংঘের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তোফাজ্জেল শাহ্, এবং সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সংস্থার সহ-সভাপতি তৌহিদ হাসান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লালন শাহ্, যৌথ সম্পাদক মশিউর রহমান, ও জেলা বাউল কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুড়োন শাহ্। খাদিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার ও সহ-সভাপতি আব্দুল মজিদ, আলাউদ্দীন, ২নং ওয়ার্ড মেম্বার ইকরামুলসহ অনেকেই।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করেন তোফাজ্জেল শাহ্র শিষ্যবৃন্দ আব্দুর রহমান শান্তি, শাহাবুল ইসলাম, নইমুদ্দিন, জয়নাল আবেদীন, কচিমদ্দিন ও তুসাম।
রাতভর চলা পালাগানে দর্শক মাতান জনপ্রিয় পালাশিল্পী আতিয়ার রহমান ও রেশমা পারভীন। আজ বুধবার দুপুরে পূর্ণ সেবা সম্পন্নের মধ্য দিয়ে এ বছরের শুভ সাধু সংঘের কার্যক্রমের সমাপ্তি ঘটবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: