হাদিস না মানলে সমস্যা নেই কিন্তু কিছু হাদিস মানলেই বিপদ। হাদিস নিয়ে সজল রোশানের আলোচনা।
Автор: Nabola Ghotona
Загружено: 2025-10-31
Просмотров: 1754
                Описание:
                    যেসব হাদিস মানলে জাহান্নামে যাবেন। হাদিস না মানলে সমস্যা নেই কিন্তু কিছু হাদিস মানলেই বিপদ।  হাদিস নিয়ে সজল রোশানের আলোচনা।  New Islamic by Sajal Roshan.  আমরা হাদিসকে মাঝে মাঝে এতটাই গুরুত্ব দেই যে হাদিস মানতে গিয়ে কোরআনকে ছোট করে ফেলে। তাহলে কি হাদিস বেশি বড়। কেনই বা আমরা কোরআনের হাদিসকে বেশি বড় করার চেষ্টা করি। এ থেকে আমাদের ইসলামের উপকার হয়। বাংলাদেশের অনেক আলেমগণ কিছু কিছু হাদিসকে এমন ভাবে উপস্থাপন করেন। তাদের কথা শুনলে মনে হয় এসব হাদিসের উপর আর কিছুই নেই এগুলো সরাসরি এমন একটা বিধান জাম আনতেই হবে না মানলে ইসলামের অনেক বড় ক্ষতি হবে। কেন তারা এসব হাদিস সম্পর্কে এত চোর প্রদান করেন। কেন ভাই এসব হাদিসকে এত গুরুত্ব দেন। আসলেই কি তারা প্রকৃত ইসলামী হতে দূরে নাকি ধর্ম কেমন বোঝেন না। ফেনী আমাদের ব্যাপক আলোচনা অনুসন্ধান রয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে তা খুঁজে বের করার চেষ্টা করব। আশা করছে ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতেও শিখতে পারবেন। ধন্যবাদ নিয়মিত আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের কথাগুলো শুনে মনের মাঝে শেয়ার করার জন্য। 
#newbanglawaz #sajalroshan                
                
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
- 
                                
Информация по загрузке: