চট্টগ্রাম চিড়িয়াখানা || Chittagong Zoo || ফয়েজ লেক || চট্টগ্রাম || বাংলাদেশ
Автор: @Mst.Thaheen
Загружено: 2024-11-02
Просмотров: 57
Описание:
বাচ্চাদের হঠাৎ করে আবদার তারা চিড়িয়াখানা ঘুরতে যাবে।
কি আর করার, তাদের আবদার রক্ষা না করে কোনো উপায় না। যাওয়ার সিদ্ধান্ত টা একটু দেরি করে নেয়া হয়, যার কারণে আমরা ঘুরে দেখার জন্য পর্যাপ্ত সময় পাইনি। অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি, কিন্তু বাচ্চারা পুরোটাই সময় ধরে খুব ইনজয় করেছিল। তারা অত্যন্ত খুশি হয়। যদিও তারা পাহাড়ের ভিতর এই উঁচু-নিচু সিঁড়ি বেয়ে যথেষ্ট ক্লান্ত ছিল, একটিবারের জন্যও তাদের চেহারাতে তা ফুটে উঠেনি।
ইতিপূর্বে যখন চট্টগ্রাম চিড়িয়াখানা গিয়েছিলাম, তখন আমার চোখে এত জীবজন্তু দৃশ্যমান হয়নি। নতুন নতুন অনেক প্রাণী সংযোজন করা হয়েছে। এবং প্রাণিসংকাও বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে সকল প্রাণীর নাম আমার জানা নাই। এখানে কয়েকটির নাম আমি বলতে পারি-- যেমন জলহস্ত, বিভিন্ন জাতের এবং বিভিন্ন ধরনের সাপ, বিভিন্ন ধরনের পাখি, বানর, কুমির, জেব্রা, ভাল্লুক, হরিণ আবার নানান জাতের হরিণ, খরগোশ, ঘোড়া, সজারু, খরগোশ, ময়ূর, ঈগল, বাজপাখি, কচ্ছপ, কুমির ইত্যাদি অসংখ্য জাতির পশু পাখি সমহার রয়েছে এখানে।
ছুটির দিনগুলোতে এই চিড়িয়াখানায় প্রচুর লোকের সমাগম হয়ে থাকে, তাতে টিকেট সংগ্রহ করতে একটু ভোগান্তি পেতে হয়, যাহা এই বাচ্চাদের আনন্দের কাছে কিছুই না। মাত্র একটি কাউন্টারে তিনজনা বসে টিকেট সরবরাহ করে থাকেন, যাহা বিকেল বেলায় তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে থাকে। আমার মনে হয়, ছুটির দিনগুলোতে স্পেশাল দুই-একটা কাউন্টার সংযোজন করলে,আগত দর্শনার্থীদের জন্য খুব সুবিধা হয়।
এই চিড়িয়াখানার পাশে রয়েছে নান্দনিক ফয়েজ লেক। ফয়েজ লেকের সাথে সংযুক্ত করা আছে সী ওয়ার্ল্ড, ওয়াটার পার্ক, লেক ভিউ, পাহাড়ের চূড়া এবং অত্যন্ত সুন্দর সুন্দর রাইড্স।
https://www.youtube.com/
/ mdsahabuddin19478
/ mstthaheen
https://x.com/home
https://www.facebook.com/photo/?fbid=...
• চট্টগ্রাম চিড়িয়াখানা || Chittagong Zoo |...
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: