Spongia Tosta | করাতের মতো কাশির গল্প
Автор: Dr Anarul Hoque
Загружено: 2025-09-14
Просмотров: 2
Описание:
#dranwarulhoque #homeopathy #homeopathicmedicine #homeopathysong #healingthroughmusic #homeopathyawareness #laskarhomeomedia #magrahatvoice #magrahat #হোমিওগান
Spongia Tosta – করাতের মতো কাশির গল্প
শীতের ভোর। মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের সরু গলিতে ছোট্ট এক হোমিওপ্যাথি ক্লিনিক। বাইরে অপেক্ষমাণ রোগীদের কাশি আর হাঁপানির শব্দ মিলেমিশে যেন ভোরের হাওয়ায় ভেসে আসছে। তার মধ্যেই ঢুকল এক মধ্যবয়সী মানুষ—চেহারা শুকনো, মুখ ফ্যাকাশে, চোখে উদ্বেগের ছাপ। বসতে না বসতেই বুক থেকে বের হলো শুকনো কর্কশ কাশি—যেন করাত দিয়ে শ্বাসনালী কেটে যাচ্ছে।
তিনি বলতে লাগলেন,
“ডাক্তারবাবু, সারারাত ঘুমোতে পারিনি। গলায় শুষ্কতা, বুক যেন খালি, এক ফোঁটা কফ নেই। শুতে গেলেই কাশি বেড়ে যায়। গরম চা খেলেও সামান্য আরাম হয়।”
চিকিৎসক তার মুখ, চোখ, দেহের গঠন লক্ষ্য করলেন। শুকনো শরীর, হালকা রঙের চামড়া, শ্বাসকষ্টের সময় বুক ফুলে ওঠে। শ্বাস নিতে গেলে হাঁপিয়ে ওঠেন, আর কণ্ঠস্বর কর্কশ। শিশির পড়া ঠান্ডা বাতাসে কাশি বেড়ে যায়, অথচ গরমে কিছুটা স্বস্তি।
রোগী বললেন—
“আমার গলায় যেন আটকে আছে কিছু। ভয় হয়, যদি শ্বাস বন্ধ হয়ে যায়!”
এটাই তার প্রবণতা—সবসময় মৃত্যুভয়, হৃদযন্ত্রের ধুকপুকানি আর শ্বাসকষ্টের আতঙ্ক। খাবারে তিনি লবণাক্ত জিনিসে টান পান, তবে তৈলাক্ত খাবারে অরুচি। পিপাসা মাঝারি, বারবার অল্প অল্প জল চান। ঘাম খুব একটা হয় না, বরং চামড়া শুষ্ক।
অস্বাভাবিক পিকুইলিয়ার লক্ষণ—ঘুম থেকে উঠেই গলা শুকিয়ে যায়, কাশি করাতের মতো কর্কশ, আর কাশি শুরু হলে মনে হয় বুক ছিঁড়ে যাবে। অনেক সময় গলার ভেতরে শুষ্ক ফুঁসফুঁসে আওয়াজ শোনা যায়।
চিকিৎসক তার ডায়াথেসিস নির্ণয় করলেন—শ্বাসযন্ত্রে প্রদাহ ও টিউবারকিউলার প্রবণতা। কনস্টিটিউশন দুর্বল, শুষ্ক, সহজেই ঠান্ডা বাতাসে কষ্ট বাড়ে। মায়াজমিক দিক থেকে রোগীর মধ্যে প্রধানত টিউবারকিউলার মায়াজম, সাথে সোরার ছাপ স্পষ্ট।
সব উপসর্গ একত্রে মিলিয়ে চিকিৎসক নির্দ্বিধায় মাত্র একটি ওষুধ বেছে নিলেন—Spongia Tosta।
তিনি শান্তভাবে বোঝালেন—
“এই ওষুধটি কেবল কাশি নয়, তোমার ভেতরের ভয়, শ্বাসের সংকট, আর শুষ্কতার যন্ত্রণা—সবকিছুর মূলেই কাজ করবে।”
কিছু ডোজ নেওয়ার পরেই রোগীর বুকের চাপ হালকা হলো, কাশির করাতের শব্দ কমতে লাগল। মুখে শান্তির রেখা ফুটে উঠল।
ক্লিনিকের বাইরে তখনো অপেক্ষা করছে অগণিত মানুষ। কেউ শ্বাসকষ্টে, কেউ জ্বরে, কেউ আবার অন্য কষ্টে। অল্প টাকায় সেবার হাত বাড়িয়ে সেই ছোট্ট ক্লিনিক যেন হয়ে উঠেছে অসহায়দের ভরসাস্থল।
Spongia Tosta-র মতোই এখানে প্রতিটি ওষুধ মানুষের জীবনে নতুন শ্বাস ফোটায়—অল্প অর্থে, অথচ অগাধ মানবিকতায়।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: