যে ১০ টি কারণে ঈমান ভেঙে যায়। মুফতি হুসাইন বিন আক্কাস। খতিব,বাঁশবাড়ী কেন্দ্রীয় মসজিদ সিলেট।
Автор: HOSSAIN BIN AKKAS
Загружено: 2023-02-06
Просмотров: 28
Описание:
কুরআনের আলোকে
যে ১০ টি কারণে ঈমান ভেঙে যায় অর্থাৎ ঈমান চলে যাওয়ার কারণ ১০ টি। যথা-
(১) شرك اكبر অর্থাৎ বড় শিরক করলে ঈমান ভেঙে যায় অর্থাৎ ঈমান চলে যায়।
রেফারেন্স - সূরা নিসা,আয়াত -৪৮
সূরা মায়েদাহ, আয়াত
সূরা লোকমান, আয়াত -১৩
(২) আল্লাহ এবং বান্দার মাঝে যদি কেউ মিডিয়া তথা মধ্যস্হতাকারী সাব্যস্ত করে।
রেফারেন্স - সূরা যুমার,আয়াত - ৩
(৩) কোন অমুসলিমকে অমুসলিম মনে না করা এবং অন্য কোন ধর্মকে সঠিক মনে করা।
রেফারেন্স - সূরা আলে-ইমরান, আয়াত -১৯-৮৫
(৪)রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ ছাড়া অন্য কোন জীবন আদর্শকে যদি কেউ উত্তম মনে।
রেফারেন্স - সূরা নিসা, আয়াত -৬৫
(৫) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, কুরআন ও হাদীসে যে বিষয়গুলো অকাট্য ও স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, সেগুলোর কোন একটির ব্যাপারে যদি কারো অপছন্দ বা ঘৃণা থাকে, তাহলে ঈমান চলে যাবে।
রেফারেন্স -সূরা মুহাম্মদ, আয়াত -৮-৯
(৬)দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা।
রেফারেন্স - সূরা আহযাব, আয়াত -৫৯
(৭) যাদু শিখে, চর্চা করে এবং প্রয়োগ করে যদি।
রেফারেন্স- সূরা বাকারাহ, আয়াত - ১০২
(৮) অমুসলিমদের সাথে মিলে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে।
রেফারেন্স - সূরা মায়েদাহ, আয়াত -৫১
(৯) যদি কেউ মনে করে যে, কিছু লোক এমন আছে যারা ইসলামের আদেশ-নিষেধের উর্ধ্বে বা সে নিজেকে এমন মনে করে, কাজেই নামাজ, রোজা, পর্দা ইত্যাদির আর প্রয়োজন নেই, তাহলে ঈমান চলে যাবে। কারণ এটাতো কুফরী। কেননা,সহীহ বুখারীর বর্ণনায় রয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মূহুর্তে ও দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে নামাজের জন্য পা হেচড়াতে হেচড়াতে মসজিদে নববীতে গিয়েছেন।
(১০) যদি কেউ তার আচার-আচরণে,কাজ-কর্মে এককথায় সার্বিকভাবে ইসলাম থেকে নিজেকে পরিস্কারভাবে আলাদা করে ফেলে, তার জীবনে ইসলামের কোন লেশমাত্র ও নেই, তাহলে ঈমান চলে যাবে।
যেমন- না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, না জুম'আ পড়ে, না যাকাত দেয়, না হজ্ব করে, না কুরবানী করে ইত্যাদি।
কারণ এই যে, একেবারে বিমূখ হয়ে যাওয়া এটা স্পষ্ট কুফরী। কেননা, আল্লাহকে বিশ্বাস করে থাকলে কিছু না কিছু ক্ষেত্রে তা প্রকাশ করার কথা।
রেফারেন্স - সূরা কাহাফ, আয়াত - ৫৭
সূরা সাজদাহ, আয়াত -২২
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: