মুঘল স্থাপত্যশিল্পের ইতিহাস ( History of Mughal Architecture )
Автор: History@AB
Загружено: 2020-05-16
Просмотров: 1790
Описание: ভারতের স্থাপত্য শিল্পের অগ্রগতির ইতিহাসে মুঘল সম্রাটদের অবদান কালজয়ী । মুঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর তাঁর স্বল্পকালীন রাজত্বে কেবলমাত্র পানিপথের কাবুলবাগ মসজিদ এবং সম্ভলের জামা মসজিদ তৈরি করেছিলেন । পরবর্তী সম্রাট হুমায়ুন তাঁর অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের কারণে তেমন স্থাপত্যের নিদর্শন রেখে যেতে পারেন নি । ফতেহাবাদের মসজিদ নির্মাণ করেন তিনি । হুমায়ুন দিন পনাহ নামে একটি নগর স্থাপনের পরিকল্পনা করলেও তার বাস্তবায়ন তিনি করতে পারেন নি । মূলতঃ সম্রাট আকবরের আমলে মুঘল স্থাপত্যের শুভ সূচনা হয় । তিনি আগ্রা , এলাহাবাদ ও লাহোরে তিনটি দূর্গ নির্মাণ করেন । দুর্গের ভিতরে প্রাসাদ , অট্টালিকা , মসজিদ , মিনার , সমাধি নির্মাণ করেন । আগ্রা ফোর্টে আকবর নির্মিত জাহাঙ্গীরি মহল ও আকবরিমহল প্রাসাদ দুটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন । আকবর তাঁর নবনির্মিত রাজধানী ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা , যোধাবাঈয়ের প্রাসাদ , জামা মসজিদ , সেলিম চিস্তির সমাধি , মরিয়মের প্রাসাদ , দেওয়ানি আম , দেওয়ানি -খাস প্রভৃতি তৈরি করেন । আকবর তাঁর পিতা হুমায়ুনের সমাধি আগ্রায় নির্মাণ করেন । সেকেন্দ্রাতে তিনি নিজের সমাধি নির্মাণ শুরু করলেও শেষ করেন পরবর্তী সম্রাট জাহাঙ্গীর । জাহাঙ্গীরের আমলে নির্মিত উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন হল নূরজাহানের পিতা ইতিমাদ দৌল্লার সমাধি নির্মাণ । সম্রাট শাহজাহানের রাজত্বকাল ছিল স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ । তাঁর আমলে আগ্রা ও দিল্লিতে নির্মিত হয় দেওয়ানি আম , দেওয়ানি -খাস , মতি মসজিদ , জামা মসজিদ ,প্রভৃতি । শাহজাহানের আমলে নির্মিত সর্বশ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল আগ্রার তাজমহল । পরবর্তী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে তাজমহলের অনুকরণে আওরঙ্গবাদে বিবি-কা -মকবরা নির্মিত হয় । কিন্তু তাঁর আমলে স্থাপত্য শিল্পের অবক্ষয় শুরু হয় ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: