ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা দুই বছর পিছিয়ে গেছে: ইসরায়েল | Iran Vs Israel | Our Talk 24
Автор: Our Talk 24
Загружено: 2025-06-21
Просмотров: 22
Описание:
শনিবার (২১ জুন) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা অন্তত দুই থেকে তিন বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
গিদেওন সার বলেন, “আমরা যে মূল্যায়ন পাচ্ছি, তা অনুযায়ী অন্তত দুই-তিন বছরের জন্য ইরানের পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা পিছিয়ে দিয়েছি।”
তিনি আরও জানান, ইসরায়েলের হামলা থামানোর কোনও পরিকল্পনা নেই। তার দাবি, “এই হুমকি সরিয়ে নিতে যা যা করা দরকার, আমরা তাই করব।”
অন্যদিকে, ইরান বারবার দাবি করে এসেছে যে তারা পারমাণবিক বোমা বানাতে চায় না। তেহরান দীর্ঘদিন ধরেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে।
বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এমন দাবি এবং ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রও বিষয়টি নিয়ে সক্রিয় ভূমিকা নিচ্ছে।
#ourtalk24
#irannews #israelnews
Contac info: 💌
Name: Our Talk 24
Email: [email protected]
Phone/WhatsApp: 01322564966
©️ Our Talk 24 🌐
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: