গ্রামীণ বাজার মেদিনীদিঘীর অসাধারণ দৃশ্য,
Автор: RIAD HASAN RIAD
Загружено: 2025-11-07
Просмотров: 1064
Описание:
গ্রামীণ বাজার মেদিনীদিঘীর অসাধারণ দৃশ্য, #viralvideo #shortsfeed #shortsviral
মেদনীসাগর হাট। ঠাকুরগাঁও জেলাধীন হরিপুর উপজেলার ১ নং গেদুরা ইউনিয়নের অনেক প্রাচীন এই মেদনীসাগর হাট। সপ্তাহে দুইদিন এখানে অনেক জমজমাট হাট বসে। শনিবার ও বুধবার হলো হাট বার। এক সময় এই হাটে শত শত মন ধান কেনা বেচা হতো। পাট গম সহ সব রকম কৃষি পণ্য ক্রয় বিক্রয় হতো। তবে এখন আর আগের মতো তেমন জমজমাট ভাবে হাট বসে না। এই মেদনীসাগর হাটের আশে পাশে ছোট ছোট বাজার গড়ে উঠার কারণে এই হাটের পরিধি ছোট হয়ে এসেছে। এখন সীমিত পরিসরে হাট বসে। কৃষক তার উৎপাদিত টাটকা শাকসবজি ও ফলমূল সরাসরি ক্ষেত থেকে নিয়ে আসেন এই হাটে বিক্রয় করতে। আশ পাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ মেদনীসাগর হাটে আসেন বাজার সদাই করতে। খোলা মাঠে গাছতলায় বসে চমৎকার এই গ্রামীন হাট। নিত্য প্রয়োজনীয় পণ্যের সব কিছুই পাওয়া যায় এই হাটে। গরুর খাঁটি দুধ আর নাগর নদীর মাছ পাওয়া যায় হাটের দিনে। হাটের পাশেই রয়েছে বিশাল আকৃতির পুকুর।সীমিত পরিসরে হলেও এখনো টিকে আছে গ্রামীণ জনপদের এই মেদনীসাগর হাট। এই হাট টিকে ঘিরে জড়িয়ে আছে এই এলাকার মানুষের হাজারো স্মৃতি আবেগ আর অনুভূতি।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: