TPS বাতিল : যুক্তরাষ্ট্র থেকে কানাডায় অভিবাসনের ঢল । Sakib Canada
Автор: Sakib Canada
Загружено: 2025-04-09
Просмотров: 15821
Описание:
TPS বাতিল : যুক্তরাষ্ট্র থেকে কানাডায় অভিবাসনের ঢল । Sakib Canada
যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অস্থায়ী স্ট্যাটাস বাতিল: কানাডার সীমান্তে আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধি
মন্ট্রিয়ল (কানাডা) প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রে বসবাসরত শত-শত অভিবাসীর অস্থায়ী নিরাপত্তা স্ট্যাটাস (Temporary Protected Status – TPS) বাতিল হওয়ার ঘোষণা পর, তারা কানাডায় আশ্রয়ের আশায় সীমান্ত পাড়ি দিচ্ছেন। বিশেষ করে মন্ট্রিয়লের দক্ষিণে অবস্থিত St-Bernard-de-Lacolle সীমান্তে এই সংখ্যাটি দ্রুত বেড়ে চলেছে।
কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) থেকে প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের মার্চ মাসে ঐ সীমান্তে ১,৩৫৬ জন আশ্রয়প্রার্থী আবেদন করেছেন। এপ্রিল মাসের শুরুতেই এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৭-এ।
মন্ট্রিয়লভিত্তিক একটি অভিবাসন সহায়তা সংস্থার মুখপাত্র ফ্রান্টজ আন্দ্রে (Frantz André) বলেন, এই প্রবণতা শুরু হয়েছে মূলত ২০১৬ সালের নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই। তিনি বলেন, “বর্তমানে যে হারে হাইতিয়ান অভিবাসীরা সীমান্ত পার হচ্ছেন, তা অভূতপূর্ব।”
গত মাসে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ঘোষণা দেয় যে, কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা প্রায় ৫ লাখ ৩২ হাজার অভিবাসীর TPS স্ট্যাটাস ২০২৪ সালের ২৪ এপ্রিলের মধ্যে বাতিল করা হবে। এরা সবাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন নিজ খরচে এবং একজন আর্থিক পৃষ্ঠপোষকের সহায়তায়। এছাড়াও, আরও ৬ লাখ ভেনেজুয়েলান ও প্রায় ৫ লাখ হাইতিয়ানের TPS বাতিলেরও ঘোষণা এসেছে, যদিও আদালতের একটি আদেশের ফলে সেটি আপাতত স্থগিত আছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি উত্তর আমেরিকার অভিবাসন ব্যবস্থাকে আরও চাপে ফেলতে পারে এবং ভবিষ্যতে কানাডায় অভিবাসন নীতিতে নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।
#আশ্রয়প্রার্থী
#কানাডা
#যুক্তরাষ্ট্রTPS
#TPSবাতিল
#অভিবাসন
#হাইতিয়ান
#কানাডাসীমান্ত
#মন্ট্রিয়ল
#StBernardDeLacolle
#মাইগ্রেন্টস2025
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: