Most Emotional Mother's Day Bangla Ad | মা দিবস নিয়ে টি অসাধারন বিজ্ঞাপন
Автор: sijan hasan
Загружено: 2019-10-30
Просмотров: 714
Описание:
মাকে নিয়ে কিছু লিখতে গেলেই কেন জানি হারিয়ে যেতে ইচ্ছে করে সেই কৈশরে। চোখ দুটো ভিজে জায় অজান্তেই। মা তোমায় ভালোবাসি কথাটা বলতে ইচ্ছে করে চিৎকার করে কিন্তু কেনো জানি বলা হয়না কখনোই। বাবারা যেমন কখনোই তার প্রিয় সন্তানকে মুখ ফুটে বলেন না কি পরিমান ভালোবাসা তার অন্তরে গাঁথা, তেমনি কেন জানি মার প্রতি ভালোবাসাটা থেকে যাই না বলা। যদিও আজকাল বিভিন্ন দিবস দিয়ে ঠুনকো অবেগ প্রকাশ যেন আমাদের চিরাচরিত পন্থায় পরিণত হয়েছে কিন্তু শুধু মাত্র মা দিবসটা কেন জানি মানায় না এই অদ্ভুত দিবস খেলার ভেতরে।
মমতাময়ী মায়ের ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন আছে বলে আমি ব্যাক্তিগতভাবে মনে করিনা। কিন্তু, বর্তমান সময়ের প্রেক্ষাপটে মা দিবস কিংবা বাবা দিবস অথবা অন্যকোনো দিবস এর প্রয়োজন যেন দিন দিন বেড়েই যাচ্ছে। আমরা আমাদের ক্যরিয়ার, ফ্রেন্ড, আড্ডা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড অথবা অন্য বিষয় গুলো নিয়ে দিন দিন এতটাই ব্যস্ততার মাঝে চলে যাচ্ছি যে মায়ের মমতা আর বাবার ভালোবাসা আমাদের কাছে দিন দিন ঠুনকো হয়ে পড়ছে। এখন আর সেই ছোট্টবেলার মতো মমতাময়ী চেহারাগুলো খুব একটা দেখিনা বলে তাদের প্রতি নেশা, ভালোবাসা কি অনেকটাই কমে গেছে! এখন বাবা মার প্রতি আমাদের ভালোবাসা মা দিবস কিংবা বাবা দিবসে ফেসবুকে ইমোশনাল স্ট্যাটাস দেয়া আর ইউটিউবে ভিডিও দেখে 'চোখে পানি এসে গেলো' টাইপের কমেন্ট দেয়ার মাঝেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। আসুন না সুযোগ থাকলে আর একটু বেশি সময় দিই এই অসাধারণ মমতাময়ী মানুষগুলোকে। (মতামত একান্তই আমার নিজের। কারো মনে আঘাত দিয়ে থাকলে দুঃখিত) ধন্যবাদ
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: