Shalbon Bihar || এক দিনের ভ্রমণ : শালবন বিহার
Автор: DHAKA TOURIST
Загружено: 2021-08-31
Просмотров: 420
Описание:
ঢাকা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে কুমিল্লায় ময়নামতির শালবন বিহার। এক সময়ে রাজার বাড়ি নামে পরিচিত এই বিহারটি বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর অন্যতম। কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার। এতে সপ্তম থেকে দ্বাদশ শতকের প্রত্নতাত্বিক নিদর্শন পাওয়া যায়।
ধারণা করা হয়, সপ্তম শতাব্দীর শেষ থেকে অষ্টম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এ বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন।
আকারে এটি চৌকো। বিহারের প্রতিটি বাহু ১৬৭ দশমিক সাত মিটার দীর্ঘ। বিহারের চার দিকের দেয়াল পাঁচ মিটার পুরু।
বিহারে সর্বমোট কক্ষ রয়েছে ১৫৫টি। বিহারের বাইরে প্রবেশ দ্বারের পাশে দক্ষিণ-পূর্ব কোণে রয়েছে একটি হলঘর। চারদিকে দেয়াল ও সামনে চারটি বিশাল গোলাকার স্তম্ভের ওপর নির্মিত সে হলঘরটি ভিক্ষুদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়।
প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে আটটি তাম্রলিপি, প্রায় ৪০০টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়া মাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের স্বাক্ষর বহন করছে।
যাবেন কিভাবে?
কুমিল্লা শহর হতে ট্যাক্সি যোগে যাওয়া যায়। এছাড়া কুমিল্লা সেনানিবাস বাসস্ট্যান্ড হতে ট্যাক্সি, বাস কিংবা রিকসা যোগে যাওয়া যায় শালবন বিহারে।
বিস্তারিত ভিডিওতে ...
তথ্য সূত্র
বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
ভিডিও: নিজস্ব ও সংগৃহীত
আমাদের সাথে যোগাযোগ
ঢাকা ট্যুরিস্ট
ওয়েবসাইট: http://dhakatouristclub.com/, http://dhakatourist.com/
ফেসবুক পেইজ: / dhakatourist
ফেসবুক গ্রুপ: / dhakatouristclub
ই-মেইল: [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: